শিয়ালদহ শাখায় ১৯০ টি ট্রেন বাতিল, শেষ ট্রেন কখন?
শেষ আপডেট: 23rd October 2024 19:44
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার ভোররাত থেকে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'দানা'। আবহাওয়াবিদরা বলছে, দানার দাপট চলবে শুক্রবার ভোর পর্যন্ত। ক্ষয়ক্ষতির আশঙ্কায় এই বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত বাতিল হয়েছে ১৯০টি ট্রেন। রেল সূত্রে খবর, ল্যান্ডফলের সময়ে লোকাল ট্রেন চালিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে তারা। তাই পরিস্থিতি মোকাবিলার জন্য শিয়ালদহ থেকে বৃহস্পতিবার রাত কটা পর্যন্ত ট্রেন ছাড়বে, তার সময়সূচি দিল রেল।
রাতে শিয়ালদহ দক্ষিণ শাখা এবং শিয়ালদহ উত্তরের হাসনাবাদ বারাসত শাখার সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে। শুক্রবার সকালেও একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। এই দুটি শাখায় রাত ৮টা পর্যন্ত থেকে শুক্রবার সকাল ১০ টা পর্যন্ত শিয়ালদহ লোকাল ট্রেন পরিষেবা নিয়ন্ত্রণে রাখা হবে।
পূর্ব রেলের জানিয়েছে, রাত ৮ টা থেকে শিয়ালদহ দক্ষিণ শাখার কোনও ট্রেন ছাড়বে না। অপরদিকের প্রান্তিক স্টেশন থেকে শেষ ট্রেন ছাড়বে সন্ধে ৭টা নাগাদ। তবে বিশেষ কয়েকটি ক্ষেত্রে এরপরেও বেশিক্ষণ ট্রেন চলবে।
এক ঝলকে দেখে নিন ট্রেনের সময়সূচি--
সন্ধে ৬ টা ৫৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে শিয়ালদা-নামখানা লোকাল।
বিকেল ৫ টা ৩৫ মিনিটে নামখানা থেকে ছাড়বে নামখানা-শিয়ালদা লোকাল।
সন্ধে ৭ টা ৩৬ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর লোকাল।
সন্ধে ৬ টা ৪০ মিনিটে লক্ষ্মীকান্তপুর থেকে ছাড়বে লক্ষ্মীকান্তপুর-শিয়ালদা লোকাল।
সন্ধে ৭ টা ৪৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে শিয়ালদা-ডায়মন্ড হারবার লোকাল।
সন্ধে ৬ টা ৩২ মিনিটে ডায়মন্ড হারবার থেকে ছাড়বে ডায়মন্ড হারবার-শিয়ালদা লোকাল।
সন্ধে ৭ টা ৩০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে শিয়ালদা-ক্যানিং লোকাল।
সন্ধে ৬ টা ৪৫ মিনিটে ক্যানিং থেকে ছাড়বে ক্যানিং-শিয়ালদা লোকাল।
রাত ৮ টায় শিয়ালদা থেকে ছাড়বে শিয়ালদা-বারুইপুর লোকাল।
রাত ৮ টা ২৫ মিনিটে বারুইপুর থেকে ছাড়বে বারুইপুর-শিয়ালদা লোকাল।
শিয়ালদহ থেকে শেষ এই ট্রেন সন্ধে ৭ টা ১৫ মিনিটে শিয়ালদা-বজবজ লোকাল। পরে এই ট্রেন রাত ৮ টায় বালিগঞ্জ থেকে ছাড়বে।
রাত ৮ টা ৫৩ মিনিটে বজবজ থেকে ছাড়বে বজবজ-শিয়ালদা লোকাল।
সন্ধে ৬ টা ৩০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে শিয়ালদা-সোনারপুর লোকাল।
সন্ধে ৬ টা ৪ মিনিটে সোনারপুর থেকে ছাড়বে সোনারপুর-শিয়ালদা লোকাল।
সন্ধে ৭ টা ৩০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে শিয়ালদা-হাসনাবাদ লোকাল।
সন্ধে ৬ টা ৫৫ মিনিটে হাসনাবাদ থেকে ছাড়বে হাসনাবাদ-শিয়ালদা লোকাল।