শেষ আপডেট: 7th August 2024 18:28
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: অশান্ত বাংলাদেশ থেকে প্রাণভয়ে ভারতে চলে আসার জন্য ভিড় করেছেন সে দেশের কয়েক হাজার নাগরিক। তাঁদের সামাল দিতে বুধবার দুপুর থেকে রীতিমতো অস্থির পরিস্থিতি তৈরি হল জলপাইগুড়ির সাতপুরা সীমান্তে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জলপাইগুড়ি থানা এলাকার মানিকগঞ্জ পুলিশ ফাঁড়ির সাতপুরা সীমান্তের বেশ কিছুটা অংশে কাঁটাতার নেই। সেই অংশ দিয়েই বাংলাদেশের কয়েক হাজার নাগরিক এদিন এ পারে চলে আসার চেষ্টা করেন। এই নিয়ে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। সীমান্ত এলাকার স্থায়ী বাসিন্দারা জানান,দুপুরের পর থেকেই দলে দলে ও পারের মানুষ এ পারে চলে আসার চেষ্টা করেন। বিএসএফ তাদের আটকে দিলে সেখানেই বসে পড়েন তাঁরা।
জানা গেছে, বিএসএফের কাছে রীতিমতো কান্নায় ভেঙে পড়েন বাংলাদেশের বাসিন্দারা। ও পারে চূড়ান্ত অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বলে জানান তাঁরা। দেশে থাকলে প্রাণে বাঁচবেন না বলেও জানান। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনীও ঘটনাস্থলে পৌঁছয়। এই ঘটনা ঘিরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় সাতপুরা সীমান্তে। বিএসএফের পদস্থ কর্তারাও ঘটনাস্থলে ছুটে যান।
এদিকে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান জানান, সে দেশে অন্তর্বর্তী সরকার শপথ নেবে আগামীকাল, বৃহস্পতিবার, রাত ৮টায়। বঙ্গভবনে হবে শপথ অনুষ্ঠান। নতুন সরকারের উপদেষ্টার সংখ্যা হতে পারে ১৫ জন। তিনি দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি আরও জানান, মহম্মদ ইউনুসকে সব ধরনের সহায়তা করবে সেনাবাহিনী। ইতিমধ্যেই নোবেলজয়ী অর্থনীতিবিদ ডঃ মুহম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত হয়েছে।