শেষ আপডেট: 24th November 2021 05:52
দ্য ওয়াল ব্যুরো: ল্যাপটপের (Laptop) কি-বোর্ড আচমকা কাজ করছে না? প্রেস করলেই উল্টোপাল্টা নম্বর বা অক্ষর স্ক্রিনের ওপর চলে আসছে? কোনও একটা ‘কি’ খারাপ হয়ে গেছে? দ্রুত টাইপ করতে পারছেন না?
কাজের মাঝে আচমকা ল্যাপটপ বিগড়ে গিয়ে মাথা কার না গরম হয়। অফিসের গুরুত্বপূর্ণ কাজ করছেন, অ্যাসাইনমেন্ট লিখছেন, প্রেজেন্টেশন দিচ্ছেন, হঠাৎ করেই ল্যাপটপের কি-বোর্ডের দফারফা হয়ে গেল। কি-বোর্ড খারাপ হলে বা কয়েকটা ‘কি’ বিগড়ে গেলেই মুশকিল। গোটা কি-বোর্ডটাই বদলানোর দরকার পড়ে। কাজের মাঝে উদ্বেগও বাড়ে। কিন্তু জানেন কি, নিজে থেকেই কি-বোর্ড মেরামতি করা যায় কিছুটা। সহজ উপায়ও আছে।
কীভাবে বিগড়ে যাওয়া কি-বোর্ড ঠিক করবেন, ৬টি উপায় জেনে নিন--
১) রিবুট: ল্যাপটপ রিবুট করুন। আসলে সফটওয়্যার না হার্ডওয়্যারের সমস্যা তা তো আমি বা আপনি বুঝব না, তাই ল্যাপটপ একবার রিবুট করে নেওয়া ভাল। অনেক সময় রিস্টার্ট করলে সমস্যা মিটে যায়।
২) কি-বোর্ড পরিষ্কার করুন—ল্যাপটপকেই খাবার টেবিল বানিয়ে ফেলি আমরা। কাজ করতে করতে খুচরো স্ন্যাকসে মুখ চলে। আর কি-বোর্ড জুড়ে খাবারের অবশিষ্টাংশ জড়ো হয়। ভাল করে ল্যাপটপের কি-বোর্ডে তাকিয়ে দেখবেন, ফাঁকফোকরে কিছু খাবারের কণা থাকবেই। আগে সে সমস্ত সাফাই করুন। ভাল করে কি-বোর্ড পরিষ্কার রাখলে খারাপ হওয়ার সম্ভাবনা কমবে। আপাতত টুথপিক দিয়ে খুঁচিয়ে নোংরা, ধুলো ময়লা বের করে নিতে পারেন। বাজারে কমপ্রেসড এয়ার পাওয়া যায়, দাম ২০০ টাকার মতো। সেটাও কিনে রাখতে পারেন, তাড়াতাড়ি কাজ হবে।
৩) কি-বোর্ড সেটিংস ঠিক করুন: ল্যাপটপের কি-বোর্ড সেটিংস ঠিক না থাকলেও সমস্যা হতে পারে। আগে সেখানে গণ্ডগোল আছে কিনা দেখুন। স্টার্ট মেনুতে গিয়ে সেখান থেকে কন্ট্রোল প্যানেলে যান। এবার কন্ট্রোল প্যানেলে কি-বোর্ড খুঁজে নিয়ে সেটিংস ঠিক করুন।
ভোডাফোন আইডিয়াও এয়ারটেলের পথে, বাড়ছে প্রিপেড প্ল্যানের দাম, বিস্তারিত জানুন
৪) কি-বোর্ড ড্রাইভার আপডেট করুন: ল্যাপটপের স্টার্ট মেনুতে সার্চ বার টাইপ করুন। সার্চে ডিভাইস ম্যানেজার লিখুন।
সার্চে যে নামগুলো উঠে আসবে সেখান থেকে কি-বোর্ড খুঁজে বের করুন।
এবার কি-বোর্ড অপশনে রাইট ক্লিক করে প্রপার্টিস সিলেক্ট করুন। প্রপার্টিস থেকে ড্রাইভারে যান।
এবার আপডেট ড্রাইভার করুন। কিছুক্ষণ অপেক্ষা করলেই নতুন ড্রাইভারের অপশন আসবে, সেটা ইনস্টল করে নিন।
৫) আনইনস্টল ড্রাইভার—কি-বোর্ড ড্রাইভার আনইনস্টল করলেও সমস্যার সমাধান হতে পারে। একই প্রক্রিয়ায় ডিভাইস ম্যানেজারে যান। সেখান থেকে কি-বোর্ড খুঁজে বের করুন। যদি দেখেন কি-বোর্ড ড্রাইভারের পাশে ‘!’ এই চিহ্নটা আসছে, তাহলে বুঝতে হবে গণ্ডগোল। তখন আন-ইনস্টল করে ফের রি-ইনস্টল করে নিন।
৬) কি-বোর্ড বদলান—যদি কি-বোর্ড ভেঙে যায় বা অন্য কোনওভাবে খারাপ হয়ে যায়, তাহলে বদলে ফেলাই ভাল।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'