ফাইল ছবি।
শেষ আপডেট: 17 December 2024 10:39
দ্য ওয়াল ব্যুরো: জোর করে জমি দখলের অভিযোগ উঠল আসানসোলে। রাজি না হওয়ায় এক ব্যক্তিকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে। ইতিমধ্যে মারধরের একটি ভিডিও ভাইরাল হয়েছে।
বিষয়টিকে ঘিরে শোরগোল তৈরি হয়েছে এলাকায়। ইতিমধ্যে ভাইারাল ভিডিওর ভিত্তিতে অভিযুক্তদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছে জেলা পুলিশ। এ ব্যাপারে সংবাদ মাধ্যমেকে আইনমন্ত্রী মলয় ঘটক বলেন, "দোষীদের ছাড়া হবে না। সে যেই হোক না কেন, কড়া পদক্ষেপ করা হবে।"
ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, একটি সাইট অফিসে এক ব্যক্তিকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করছেন কয়েকজন। চিৎকার করে বলতে শোনা যাচ্ছে, 'এত সাহস, আমাদের ওপরে কথা বলিস কী করে?'
স্থানীয় সূত্রের খবর, ভিডিওটি আসানসোলেরই। তবে ঠিক কোন এলাকায় এই মারধরের ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ।
ভিডিওটি প্রকাশ্যে আসতে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে জনমানসে। পরিস্থিতির জন্য প্রশাসনকেই দুষছেন বাসিন্দাদের একাংশ। তাঁদের বক্তব্য, আসানসোলে জমি মাফিয়াদের তাণ্ডব ক্রমেই মাত্রাছাড়া। পুলিশ প্রশাসনকে জানিয়েও সমস্যার সুরাহা হয় না।
যদিও বিষয়টি শোনা মাত্র কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন আইনমন্ত্রী মলয় ঘটক। তিনি বলেন, "এজিনিস বরদাস্ত করার প্রশ্নই ওঠে না। অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।"