শেষ আপডেট: 17th March 2024 20:43
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে। শনিবার থেকে চালু হয়েছে আর্দশ নির্বাচনী আচরণ বিধি। তবুও কুচ পরোয়া নেহি। মডেল কোড অব কনডাক্টকে বুড়ো আঙুল দেখিয়ে চলল সরকারি প্রকল্পের ফর্ম ফিলআপ!
পূর্ব বর্ধমানের গলসি ১ নম্বর ব্লকের উচ্চগ্রাম গ্রাম পঞ্চায়েতের কোলকোল শিশু শিক্ষা নিকেতন রবিবার জোর কদমে ফর্ম ফিলআপের কাজ চলে। ভোট ঘোষণার পরেও শাসকদলের এই কাজের তীব্র বিরোধিতা করেছে বিজেপি।
সরকারি স্কুলে বসে তৃণমূল কংগ্রেসের প্রতীক সহ দলনেত্রীর ছবি লাগানো এবং জয় বাংলা লেখা ফর্ম ফিলআপ ও ফর্ম জমাও করেন খোদ তৃণমূল নেতারা। তবে বিনামূল্যে নয়। ফর্ম প্রতি নেওয়া হয় দশ টাকা করে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু'দিন আগে লক্ষ্মীভাণ্ডার ও কর্মশ্রী অর্থাৎ পঞ্চাশ দিনের কাজের জব কার্ডের ফর্ম ফিলআপ করার জন্য এলাকায় মাইকিং করা হয়। দলের গলসি ১ নম্বর ব্লকের উচ্চগ্রামের অঞ্চল সভাপতি নিখিল রায়ের নির্দেশে নাকি এই প্রচার করা হয়েছিল।
পঞ্চায়েত সদস্যা দুলালী বাউরির দাবি, এদিনের ফর্মফিলআপের কাজে সরকারি দফতরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। আর তাঁকে ওই ফর্ম অঞ্চল সভাপতি পাঠিয়েছেন। সরকারি প্রকল্পের ফর্ম ফিলাপ করতে টাকা নেওয়ায় কেউ নিজেরাই ফর্ম জেরক্স করে ফিলআপ করেন। ফর্ম ফিলআপ করতে প্রতি ফর্মে দশ টাকা করে নেওয়া হচ্ছে তা স্বীকার করেন তৃণমূল কংগ্রেসের গ্রাম সভাপতি নাসির খান। তিনি জানান, যাঁরা ফর্ম ফিলাপ করে দিচ্ছে তাঁদের দেওয়ার জন্য এই টাকা নেওয়া হচ্ছে।
এই ঘটনার তীব্র বিরোধিতা করেছে বিজেপি। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, নির্বাচন ঘোষণা হবার পর মানুষকে ফর্ম ফিলআপের নামে ভুল বোঝানো হচ্ছে। আবার তোলাবাজি করার জন্য টাকাও নেওয়া হচ্ছে। বিষয়টি তারা নির্বাচন কমিশনের নজরে আনবেন বলে জানান এই বিজেপি নেতা।
অঞ্চল সভাপতি নিখিল রায় জানান, আজ ফর্ম ফিলআপের ব্যাপারে তিনি কিছু জানেন না। তিনি জানান, কিছু মানুষের লক্ষ্মীভাণ্ডারের টাকা অ্যাকাউন্টে ঢুকছে কিনা সেটা তারা বুঝতে পারছে না। এপ্রিল মাস থেকে ১ হাজার ও ১২ শ টাকা অ্যাকাউন্টে ঢুকবে সেকারণেই অনেকদিন ধরে প্রোগ্রাম চলছিল তাদের কাগজপত্র দেখে নেওয়ার। তবে রবিবার কোন প্রোগ্রাম করার কোনও নির্দেশ তিনি দেননি। কে ফর্ম ফিলআপের জন্য টাকা নিয়েছে তা তদন্ত করে দেখা হবে বলে জানান নিখিলবাবু।
এই বিষয়ে জেলাশাসক বিধান রায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, খোঁজ নিয়ে দেখছি। তারপর ব্যবস্থা নেওয়া হবে।