শেষ আপডেট: 21st January 2025 13:54
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের চালু করা ওবিসি সার্টিফিকেট গত বছর বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। তবে মামলা আদালতে বিচারাধীন থাকার কারণে রাজ্যের কয়েক লক্ষ তরুণ তরুণীর চাকরি আটকে রয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মালদহের ইংরেজ বাজারের সরকারি পরিষেবা অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেন, "যারা ওবিসিতে আছেন, তাদের একটু কষ্ট হচ্ছে। কোর্টের একটা রায়ে সব আটকে গেছে। মনে রাখবেন, আমরা কিন্তু থেমে নেই। সুপ্রিম কোর্টে আমরা বড় বড় আইনজীবী দিচ্ছি। কারণ, কোর্টের এই রায়টা বেরোনোর পর আমাদের অনেক চাকরি আটকে গেছে। যতক্ষণ এগুলো না হচ্ছে আমি চাকরি দিতে পারছি না।"
সরকারি চাকরিতে ওবিসিদের জন্য ১৭ শতাংশ সংরক্ষণ চালু করেছিল রাজ্য। যা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। ওই মামলায় রাজ্যের সংরক্ষণ নির্দেশ বাতিল করে হাইকোর্ট জানিয়েছিল, 'ধর্মের ভিত্তিতে কোনও সংরক্ষণ করা যায় না'।
এ প্রসঙ্গে মমতা এদিন বলেন, "মনে রাখবেন জেনারেল কাস্টের কোটা কেটে আমি ওবিসিদের জন্য ১৭ শতাংশ সংরক্ষণ চালু করিনি। এজন্য এক্সট্রা টাকা দিয়ে এক্সট্রা সিটের ব্যবস্থা করেছি।"
মুখ্যমন্ত্রী জানান, সংরক্ষণ নিয়ে আদালতে মামলার জেরে ২ থেকে ৩ লক্ষ চাকরি আটকে রয়েছে। তবে এজন্য চাকরি প্রার্থীদের আশাহত না হওয়ার পরামর্শও দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
মমতা বলেন, চিন্তা করার বা হতাশা হওয়ার দরকার নেই। একটা চায়ের দোকানে চা, বিক্রি, ঘুগনি বিক্রি করলেও ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। মনে রাখবেন, বাণিজ্যে বসতে লক্ষ্মী। কেউ চাকরির সুযোগ পেলে করবেন। ইতিমধ্যে পলিটেকনিক ট্রেনিংয়ের মাধ্যমে আমরা ১০ লক্ষ ছেলেমেয়েকে চাকরি করে দিয়েছি। যাদের আইটিআই, পলিটেকনিকের ট্রেনিং রয়েছে, শীঘ্রই তাদের মধ্যে থেকে আরও কয়েক লক্ষর চাকরি হবে।
একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "অনেকে বলেন, চাকরি হয় না। দেখবেন কী করে! একটা সমুদ্রের মধ্যে যদি এক মুঠো নুন ফেলেন, তাহলে কী নুনটা দেখবেন না সমুদ্র দেখবেন। চাকরি হলেও মনে রাখবেন যে জয়েন করে সে জানতে পারো, অন্যরা ততটা জানতে পারে না। মানুষ তো মহাসমুদ্র। কেউ না কেউ কোনও না কোনও কাজে ব্যস্ত থাকেন। পড়াশোনা করুন, যোগ্যতা নিয়ে সারা বিশ্বকে জয় করুন। চাকরি হবেই।"