শেষ আপডেট: 17th October 2024 13:50
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলায় ধৃত বহিষ্কৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের জামিন ফের নাকচ করে দিল শীর্ষ আদালত।
একই সঙ্গে কুন্তলকে এ ব্যাপারে কলকাতা হাইকোর্টে আবেদন জানানোর নির্দেশ দিয়েছে বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি সিটি রবি কুমার এবং বিচারপতি উজ্জ্বল ভূয়ানের বেঞ্চ।
২০২৩ সালের ২০ জানুয়ারি কুন্তলকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই থেকে জেলে রয়েছেন তিনি। ইতিমধ্যে নিয়োগ মামলায় মানিক ভট্টাচার্য-সহ আরও অনেকে জামিন পেলেও বারে বারে কুন্তলের জামিন নাকচ হয়ে গিয়েছে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় টাকা আদায়ের অন্যতম মাথা ছিল কুন্তল। নিয়োগ মামলায় কুন্তলের হাতে পাঁচ কোটি টাকা তুলে দিয়েছিল তাপস মণ্ডল। এছাড়াও কুন্তল নিজে চাকরি দেওয়ার নাম করে বাজার থেকে তিন কোটি টাকা তুলেছিল।
ওই টাকা কুন্তল কার কাছে পৌঁছেছিলেন, কতজন চাকরি প্রার্থী কুন্তলকে টাকা দিয়েছিলেন, পরে আদালতের নির্দেশে যে ৭১ জন চাকরি পেয়েছিল, কুন্তল তাঁদের কাছ থেকেও টাকা তুলেছিল বলেও আদালতে জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এমনকি নিয়োগ দুর্নীতির নেপথ্যে কুন্তল কতটা প্রভাবশালী ছিল তা বোঝাতে এর আগে আদালতে সিবিআই আরও জানায়, অকৃতকার্য পরীক্ষার্থীদের চাকরি দিয়েছে পর্ষদ। ইন্টারভিউ হয়েছিল কসবা ডিপিএস সি ক্যাম্পাসে (সরকারি অফিসে)। এবং সেই ইন্টারভিউ নিয়েছিল কুন্তল।
এর আগে হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন কুন্তল। সেখানে খারিজ হওয়ায় শীর্ষ আদালতের দ্বারস্থ হন। সূত্রের খবর, যেহেতু নিয়োগ দুর্নীতির মামলা চলছে হাইকোর্টে, তাই এ ব্যাপারে হস্তক্ষেপ করতে চায়নি শীর্ষ আদালত।