শেষ আপডেট: 7th January 2025 17:44
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার ৫৩ জনের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে। এই তালিকায় কুন্তল ঘোষ থেকে শুরু করে অর্পিতা মুখোপাধ্যায়, তাপস মণ্ডলরা রয়েছেন। সকলে নিজেদের নির্দোষ বলেই দাবি করেছেন আদালতে। তবে কুন্তল ঘোষ তাঁর মন্তব্যের জন্য কার্যত ভর্ৎসিত হয়েছেন। তাঁকে ধর্মতলায় যাওয়ার 'পরামর্শ' দিয়েছেন ইডির বিশেষ আদালতের বিচারক।
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মুখ খোলায় তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। প্রতিহিংসামূলক পদক্ষেপ নিয়েছে কেন্দ্র! আদালতের এমনই অভিযোগ করে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন কুন্তল ঘোষ। আদালতে তাঁর বক্তব্য, কেন্দ্রীয় বঞ্চনার কথা বলার কারণে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। তিনি আদতে নির্দোষ। তবে এরপর আরও কিছু বলার আগেই কুন্তলকে থামিয়ে দেন বিচারক। সূত্রের খবর, তিনি কুন্তলকে পাল্টা বলেছেন, ''কেন্দ্রীয় বঞ্চনার কথা বলতে হলে ধর্মতলায় যান। এটা এসব কথা বলার বিষয় নয়।''
কুন্তল অবশ্য এদিন নিজেকে 'চরণদাসের' সঙ্গেও তুলনা করেছেন। বলেছেন, চরণদাসকে গান গেয়ে জেলে যেতে হয়েছিল। তাঁকেও জেল খাটতে হচ্ছে। যদিও আদালত এইসব মন্তব্যে খুব একটা পাত্তা দেয়নি। ইডির বিশেষ আদালতের বিচারক বলেন, চার্জ গঠন করার মতো সকলের বিরুদ্ধে প্রমাণ রয়েছে।
এদিন মামলার শুনানিতে বিচারক অর্পিতার উদ্দেশে বলেন, 'আপনি প্রাথমিকের মামলাতে যুক্ত। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যদের সঙ্গে ছিলেন। অনেক নথি লুকিয়েছেন।' যদিও এই বক্তব্যের পাল্টা দিয়ে অর্পিতা দাবি করেন, কোনও অনৈতিক কাজে তিনি যুক্ত ছিলেন না। টাকা উদ্ধারের ব্যাপারেও তিনি কিছু জানেন না। সরকারি কেন, কোনও সংস্থার সঙ্গেই তিনি যুক্ত ছিলেন না বলেও জানিয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়।
একই রকমভাবে নিজেদের নির্দোষ বলে দাবি করে এসেছেন মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিক, স্ত্রী শতরূপা ভট্টাচার্য, পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য, অয়ন শীল, সন্তু গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত, সোমবারই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়, সুজয়কৃষ্ণ ভদ্র, মানিক ভট্টাচার্য-সহ ৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে।