শেষ আপডেট: 8th March 2025 09:04
দ্য ওয়াল ব্যুরো: বন দফতরের খাতায় (Forest Department) সে কুনকি অর্থাৎ পোষা! দীর্ঘদিন ধরে সাফল্যের সঙ্গে উত্তরবঙ্গের (North Bengal) জঙ্গল সামলে চলা সেই জোনাকির বিরুদ্ধেই গত বৃহস্পতিবার মানুষ খুনের অভিযোগ উঠেছে। তারপর থেকেই আলিপুরদুয়ার ডিভিশনের কুনকি হাতি জোনাকির থেকে দূরত্ব বজায় রাখছিলেন বনকর্মীরা। এবার তাকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিলেন বনকর্তারা।
উত্তরবঙ্গের (North Bengal) জঙ্গলের বুক চিরে যাওয়া রেললাইনে হামেশাই দুর্ঘটনার কবলে পড়ে বন্য প্রাণী। মাঝে মধ্যে হাতি-সহ একাধিক বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনাও ঘটে। তা ঠেকাতে বৃহস্পতিবার আলিপুরদুয়ার ডিভিশনের রাজাভাতখাওয়া স্টেশনের কাছে ট্রায়াল রান চলছিল। তার মধ্যে আচমকা খেপে গিয়েছিল কুনকি হাতি জোনাকি। lার অতর্কিত আক্রমণে মৃত্যু হয় রেলের ঠিকাদারি সংস্থার কর্মী সন্দীপ চৌধুরীর (৫৫)।
বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা অপূর্ব সেন বলেন, জোনাকি দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে কাজ করছে। হঠাৎ কেন এমন আচরণ করল তা খতিয়ে দেখছেন বন্যপ্রাণী চিকিৎসকরা। আপাতত ওকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাই সব কাজ থেকে ওকে ছুটিতে পাঠানো হয়েছে।
পোষা হাতির এমন রুঢ় আচরণে চিন্তিন বন কর্তারাও। তবে বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, পোষা হলেও বন্যপ্রাণী তার বন্যতা ভুলে যায় না।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেদিন ট্রায়ার রানের মধ্যে আচমকা চলে আসে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। সম্ভবত ট্রেনে আওয়াজেই চমকে গিয়ে জোনাকি ক্ষিপ্ত হয়ে ওই ঠিকাসংস্থার কর্মীকে আক্রমণ করে বলে মত বন্যপ্রাণী বিশেষজ্ঞদের। তারই জেরে আপাতত জঙ্গলের কাজ থেকে ছুটি দেওয়া হল জোনাকিকে।