শেষ আপডেট: 6th March 2025 18:38
দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গের (North Bengal) জঙ্গলের বুক চিরে যাওয়া রেললাইনে হামেশাই দুর্ঘটনার কবলে পড়ে বন্য প্রাণী। মাঝে মধ্যে হাতি-সহ একাধিক বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনাও ঘটে। তা ঠেকাতে ট্রায়াল রান চলছিল। তখনই আচমকা রেলের ঠিকাদারি সংস্থার এক কর্মীকে পা দিয়ে পিষে দিল কুনকি হাতি জোনাকি ( Kunki elephant)।
বৃহস্পতিবার সকালে আলিপুরদুয়ার ডিভিশনের রাজাভাতখাওয়া স্টেশনের কাছে ঘটনাটি ঘটে। জখম সন্দীপ চৌধুরীকে (৫৫) তড়িঘড়ি আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
সূত্রের খবর, হাতির আক্রমণের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতনকুমার শ্রীবাস্তব-সহ রেলের পদস্থ কর্তারা।
বন দফতর সূত্রের খবর, উত্তর-পূর্ব সীমান্ত রেলের বিভিন্ন জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া রেললাইনে দুর্ঘটনায় বন্যপ্রাণের মৃত্যু ঠেকাতে ‘এলিফ্যান্ট ডিটেকশন সিস্টেম’ বসানো হচ্ছে। এই ডিভাইস রেললাইনে হাতি এলেই ট্রেনের চালক এবং আশপাশের স্টেশন মাস্টারকে সতর্ক করবে।
জানা যাচ্ছে, এদিন ট্রায়ার রেল চলছিল। তখন রেললাইন দিয়ে যাচ্ছিল কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তখনই আচমকা কুনকি হাতিটি তেড়ে আসে। কিছু বুঝে ওঠার আগেই এক কর্মীকে পিষে দেয়।