শেষ আপডেট: 14th August 2024 21:19
দ্য ওয়াল ব্যুরো: আরজিকর কাণ্ডে উত্তাল রাজ্য। কর্মবিরতিতে নেমেছেন ডাক্তারি পড়ুয়ারা। ঘটনার প্রতিবাদে নিরাপত্তার দাবিতে স্বাধীনতার রাতে রাস্তা দখলের সিদ্ধান্ত নিয়েছেন মহিলারা। এমন পরিস্থিতিতে আরজিকর নিয়ে বুধবার বিস্ফোরক দাবি করেছেন তৃণমূলের চিকিৎসক নেতা শান্তনু সেন।
শান্তনুর অভিযোগ, "গত কয়েক বছরে আরজি করের মেডিক্যাল শিক্ষার দফারফা হয়ে গেছে। এখানকার সব খবর মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছয় না।" যা নিয়ে এবার বড় প্রশ্ন তুললেন তৃণমূলের আর এক শীর্ষ নেতা কুণাল ঘোষ। এদিন টেলিফোনে দ্য ওয়ালকে তিনি বলেন, "উনি তো দলের অন্যতম শীর্ষনেতা, সাংসদও ছিলেন। উনি যদি আগে থেকেই জানতেন, তাহলে তখন দলকে বলেননি কেন?"
তৃণমূলের একাংশও মনে করছেন, এভাবে অভিযোগ করে এখন নিজের পিঠ বাঁচাতে চাইছেন শান্তনু। কারণ, তিনিও চিকিৎসক নেতা। ফলে আরজিকর নিয়ে প্রশ্ন উঠলে দলের চিকিৎসক নেতা হিসেবে তিনিও দায় এড়িয়ে যেতে পারেন না। প্রসঙ্গত, শান্তনু ইস্যুতে সরব হলেও দলের আর এক নেতা, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বিতকির্ত মন্তব্যে 'ভুল উপস্থাপনা' দেখছেন কুণাল।
আরজি কর মেডিক্যাল কলেজের সেমিনার হলে ডাক্তারির ছাত্রীকে ধর্ষণ করে খুনের প্রতিবাদে নিরাপত্তার দাবিতে স্বাধীনতার রাতে রাস্তা দখলের সিদ্ধান্ত নিয়েছেন মহিলারা। শহর কলকাতার পাশাপাশি এই কর্মসূচি পালিত হবে গোটা রাজ্যে। ১১টা ৫৫ মিনিটে দিনহাটা শহরের পাঁচ মাথা মোড়েও জমায়েতের ডাক দেওয়া হয়েছে। আর তাই নিয়েই সোশ্যাল মিডিয়ায় কুৎসিত কটাক্ষ করতে দেখা গেছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে।
মঙ্গলবার উদয়ন গুহ সোশ্যাল মিডিয়ায় দুটি পোস্ট করেন। প্রথম পোস্টে তিনি লেখেন, ‘দিনহাটার কেউ কেউ রাতের দখল নিতে চাইছেন। আমার সমর্থন থাকল। তবে স্বামীর অত্যাচার থেকে বাঁচতে রাতে ফোন করবেন না।’ এই পোস্ট দেখে অবাক হয়ে যান নেট নাগরিকরা। ক্ষোভ উগরে দেন তাঁরা। কমেন্ট বক্সে মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে অনেকেই প্রশ্ন তোলেন, কীভাবে একজন মন্ত্রী হয়ে গার্হস্থ্য হিংসাকে আস্কারা দিচ্ছেন তিনি?
এই প্রসঙ্গে কুণাল বলেন, "বিষয়টি দলের নজরে এসেছে। দল বিষয়টা দেখছে। আসলে উদয়ন বোঝাতে চেয়েছেন, একটা ঘটনাকে কেন্দ্র করে রাজনীতি হচ্ছে। সেটা বোঝাতে গিয়ে উনি ভুল উপস্থাপনা করে ফেলেছেন।"