শেষ আপডেট: 20th October 2024 15:53
দ্য় ওয়াল ব্যুরো: সরকারি হাসপাতালের দু'মুখো চিকিৎসকদের চিহ্নিত করার ডাক দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এজন্য নিজ নিজ এলাকার দু'মুখো চিকিৎসকদের গতিবিধির ওপর নজরদারিরও পরামর্শ দিয়েছেন তিনি।
পাল্টা হিসেবে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের বক্তব্য, "স্বাস্থ্য ব্যবস্থাকে দুর্নীতি মুক্ত করার দাবি তো আমরাই জানিয়েছি। কোনও চিকিৎসক বেনিয়ম করলে সরকার ব্যবস্থা নিচ্ছে না কেন?"
আরজি করের আন্দোলনের দিক থেকে মানুষের নজর ঘোরাতেই কুণাল ঘোষ এই সব প্রসঙ্গ টেনে আনছেন বলেও অভিযোগ জুনিয়র চিকিৎসকদের। পরে এ ব্যাপারে সাংবাদিক বৈঠক থেকে কুণাল বলেন, "কোনওভাবেই স্থানীয়স্তরে বিক্ষোভ দেখাবেন না। যাঁরা কাজ করেন তাঁদের সম্মান দিয়ে মাথায় করে রাখুন, আর যাদের দেখা যায় না, তাদের তালিকা তৈরি করে প্রশাসনকে দিন।"
শনিবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে দলের বিজয়া সম্মিলনীতে হাজির হয়েছিলেন কুণাল। ওই মঞ্চ থেকে তিনি বলেন, "সব চিকিৎসক নন, কিন্তু কিছু চিকিৎসক দু'মুখো। তাঁরা সরকারি হাসপাতালে কোনও মতে ২ থেকে ৩ দিন ডিউটি করে বাকি সময় বেসরকারি হাসপাতালে প্র্যাকটিস করছেন। এই দু'মুখো চিকিৎসকদের চিহ্নিত করুন। প্রেসক্রিপশনে দামী ওষুধ লিখে কোম্পানির টাকায় এরা বিদেশ ঘুরতে যায়।"
কুণাল কর্মীদের এও বলেন, "আপনারা এই দু'মুখো চিকিৎসকদের চিহ্নিত করে তালিকা আমাদের কাছে পাঠান। আমরা সেই তালিকা প্রশাসনের কাছে পাঠাব।"
এ ব্যাপারে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসক ত্রিনেশ মণ্ডল বলেন, "কেউ যদি ডিউটি ফাঁকি দেয় সেটা তো সরকারের দেখা উচিত। আমরা চাই রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে সব ধরনের দুর্নীতি বন্ধ হোক। তবে এটাও বলা, উনি কি আন্দোলনের মুখ ঘুরিয়ে দিতে এসব কথা বলছেন?
একই সঙ্গে তাঁর প্রশ্ন, "উনি কি হুমকি দিচ্ছেন? সরকার ফ্রিতে ওষুধ রাখুক, তাহলে তো সমস্যা মিটে যাবে। কারও বিরুদ্ধে দামী ওষুধ লেখার অভিযোগ থাকলে নির্দিষ্টভাবে তদন্ত হোক।"
এ ব্যাপারে কুণলা ঘোষকে আক্রমণ শানিয়েছেন চিকিৎসক সুবর্ণ গোস্বামীও। তিনি বলেন, "ডাক্তারবাবুরা নিজেদের রোজগারের টাকায় বিদেশ ভ্রমণ করেন, ওনার মতো চিটফান্ডের টাকায় নয়।"