শেষ আপডেট: 19th September 2024 21:35
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর ইস্যুতে তৃণমূল নেতা কুণাল ঘোষের নিশানায় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। একই সঙ্গে টলি অভিনেত্রী সুদীপ্তা-দেবলীনার উদ্দেশেও একাধিক প্রশ্ন তুললেন কুণাল।
টুইটে 'পরমব্রত চট্টোপাধ্যায় শুনছেন?' শিরোনামে কুণাল প্রশ্ন তুলেছেন, 'আপনি ভিডিওটা দেখেছেন? নাকি যা বললে বিপ্লবী সাজা যাবে, সেরকম কিছুি বলেছেন হাততালি পেতে??? মারার হুমকি রাজনৈতিক বিরোধিতা?'
এরপরই পরমব্রতর বিরুদ্ধে মানুষকে 'ভুলপথে' পরিচালিত করার অভিযোগ এনে কুণাল লিখেছেন, 'আপনি তথাকথিত তারকা হতে পারেন, কিন্তু সেই পরিচিতি ভাঙিয়ে মানুষকে ভুলপথে প্রভাবিত করার অধিকার আপনাকে কে দিল? ছিঃ।'
পরমব্রত চট্টোপাধ্যায়, আপনাকে বলছি। pic.twitter.com/LwUZ1cQiD6
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 19, 2024
এ ব্যাপারে পরমব্রতর প্রতিক্রিয়া জানা যায়নি। সোশ্যাল মাধ্যমেও তিনি এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি। তবে কুণালের টুইট ঘিরে শোরগোল তৈরি হয়েছে।
ঘটনার সূত্রপাত, আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে সম্প্রতি কুণাল ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্যকে আক্রমণ করেন টলি অভিনেত্রী মৌসুমি ভট্টাচার্য।
মৌসুমি বলছিলেন, 'কুণাল ঘোষ আর ওই ছেলেটা, নাম ভুলে যাই কী যেন দেবাংশু। যেদিন পাবলিকের হাতে পড়বে দেখব কী হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ও বাঁচাতে আসবেন না। বাড়িতে বসে খালি লেকচার দেয়। একদিন পাবলিকের সামনে আসতেই হবে। ডাক্তারের কাছেও যেতে হবে। অসুস্থ তো সবাই হয়। ওই দিনটা খুব ভয়ানক ওদের কাছে।'
এর পরই তাঁর বলা এই ভিডিও কুণাল তাঁর নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। পাল্টা অভিনেত্রীর নাম করে দেবাংশুকে ট্যাগ করে লেখেন, 'হ্যাঁরে @ItsYourDev (দেবাংশুর এক্স হ্যান্ডলের নাম), তোর পাত্রী দেখার কাজটা এগোব? তোর সঙ্গে বেশ মানাবে। রাগের মধ্যেই থাকে অনুরাগের বীজ। তাছাড়া, কেমন সংস্কার মানে, স্বামীর নাম মুখে আনতে চায় না। আমার তো নিজেকে এখনই ভাসুর ভাসুর লাগছে।'
সঙ্গে সঙ্গেই দেবাংশু তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, 'গলা শুনেই মনে হচ্ছে বড় দজ্জাল মহিলা গো! বিনয় কোঙ্গারের মত 'লাইফ হেল' করে দেবে…'। এখানেই থেমে থাকেননি দেবাংশু ভট্টাচার্য। পাশাপাশি নিজের ফেসবুকে পোস্ট করে তৃণমূল নেতা লেখেন, 'বলছ তাহলে Kunal দা? তুমি খুঁজে দিচ্ছ মানে এত সহজে কি না বলতে পারি! কিন্তু গলা শুনে মনে হচ্ছে বড় দজ্জাল.. টিকবে কি? এ বাবা! এমা.. দাঁড়াও দাঁড়াও… বিবাহিত তো! সরি… সিরিয়ালে কাজ নেই। বদন বিগড়ে গেছে। ডাক্তারদের আন্দোলনে বিরিয়ানি খেতে গেছে। আমাদের নাম নিয়ে একটু ফুটেজও খাক।'
এরপরই পাল্টা ভিডিওয় টলি অভিনেত্রী মৌসুমি বলেন, "এই যে দুটো লোক দিনের পর দিন মেয়েদের হ্যাটা করছে, ছোট করছে, কেউ কি কিছু বলবে না? কেউ কি প্রতিবাদ করবে না?" এরপরই ফুঁসে ওঠেন কুণাল। সোশ্যাল মাধ্যমে অভিনেত্রী মৌসুমিকে নিশানা করে কুণাল লেখেন, 'মারার হুমকি চেপে গিয়ে এখন অন্য নাটক। ডাহা মিথ্যা বলছেন। মহিলাদের অসম্মান? দিনের পর দিন? আমার সব পোস্ট থেকে একটা প্রমাণ দিন। নইলে হাত জোড় করে ক্ষমা চান। আর মানুষের প্রতিক্রিয়া? প্রায় সবাই সমর্থন করেছেন আমাদের। আপনারা আপত্তিকর বলবেন, তার জবাবে খোঁচা দিলেও নাটক?'
কুণালের এই মন্তব্যের বিরোধিতা করে সম্প্রতি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের একটি অনুুষ্ঠানে কড়া প্রতিক্রিয়া জানান পরব্রত। কুণালের বিরুদ্ধে মুখ খোলেন টলি অভিনেত্রী দেবলীনা এবং সুদীপ্তা। তারই জবাবে সোশ্যাল মাধ্যমে আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেতা।