অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষ।
শেষ আপডেট: 3rd January 2025 17:17
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর ইস্যুতে একাংশ শিল্পীকে বয়কট ইস্যুতে ২৪ ঘণ্টা পরেও শুধু নিজের বক্তব্যে অনড়ই নয়, পরোক্ষে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকেই খারিজ করে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ।
তাঁর দাবি, "অভিষেক ভুল বুঝেছে, জানতে চাইলে ব্যাখ্যা দিয়ে দেব। তবে আবারও বলছি, আরজি কর ইস্যুতে হাতে গোনা যে কয়েকজন শিল্পী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূলকে লাগাতার আক্রমণ করে 'চটি চাটা', 'গালে গালে জুতো মারো তালে তালে' বলেছে তাদের তৃণমূলের মঞ্চে কোনও জায়গা হবে না। যদি কেউ জোর করে তোলেনও তবে আমাদের কর্মীরা হাততালি দিয়ে নামিয়ে দেবে!"
ঘটনার সূত্রপাত, কয়েকদিন আগে কুণাল জানিয়েছিলেন, আরজি কর ইস্যুতে আন্দোলনে নেমে যারা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছিলেন, সেই শিল্পীদের যাতে কোনওভাবেই তৃণমূল নেতাদের আয়োজিত অনুষ্ঠানে জায়গা দেওয়া হবে না। এমনকী এক্স হ্যান্ডেলে সরাসরি তাঁদের বয়কটের ডাকও দিয়েছিলেন।
বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ ব্যাপারে অভিষেক বলেছিলেন, ""পার্টির তরফে কেউ বলেছে? কোনও নোটিস দেখেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বা আমি জেনারেল সেক্রেটারি কিছু বলেছি?" অভিষেক এও বলেন, "মুখপাত্রদের কথা দলের কথা নয়!"
এ প্রসঙ্গেই অভিষেককে 'আমার সেনাপতি' বলে সম্বোধন করে এদিন পরোক্ষে চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন কুণাল। তাঁর কথায়, "দলের একাধিক গ্রুপে আমি সার্কুলার দেখেছি। বাইরে বলতে পারব না। দলের নির্দেশ বলে লেখাও রয়েছে।"
খানিক থেমে কুণাল বলেন, "আপনারা জিজ্ঞেস করুন না, উত্তর কলকাতার যুবদের গ্রুপে আছেন কিনা, সভাপতি কোনও সার্কুলার দিয়েছেন কিনা, শিল্পী নাট্যকার ব্রাত্য বসুকে জিজ্ঞেস করুন না, প্রতিষ্ঠিত গায়ক হিসেবে ইন্দ্রনীল সেনকে জিজ্ঞেস করুন। এরা তো অন্তর থেকে জ্বলে মরছেন। এটা তো শিল্পী স্বাধীনতার বিষয় নয়। এটা প্রতিবাদীদের বয়কট নয়, এটা প্রতিবাদের নামে পরিকল্পিত অসভ্যতা করা হয়েছে। তাই কোনও শিল্পী স্বাধীনতায় হাত পড়ছে না, শুধুমাত্র যারা প্রতিবাদের নামে আপত্তিকর, অশালীন কথা বলেছেন তাদের ক্ষেত্রে তৃণমূল কর্মীরা দলের অনুষ্ঠানে ওদের ডাকবেন না।"
কুণাল বলেন, আরজি করের ঘটনা আমরাও নিন্দা করেছি। ভয়ঙ্কর ঘটনা। নাগরিক হিসেবে প্রত্যেকের প্রতিবাদ করার অধিকার আছে। কিন্তু প্রতিবাদের নামে যারা মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে অসভ্যভাবে আক্রমণ করেছে, দিনের পর দিন আমাদের ষষ্টী পুজো করেছে, তৃণমূলের প্রতি আবেগ থাকলে তাদের বরদাস্ত করার প্রশ্নই নেই।
এরপরই কুণাল বলেন, "আমার মনে হয়, এটা একটা ভুল বোঝাবুঝি। অভিষেক যেহেতু আরজি করের সময় বাইরে ছিলেন, অসুস্থ ছিলেন উনি পুরো ফ্রেজটা জানেন না, কী ভয়ঙ্করভাবে আমাদের আক্রমণ করা হয়েছে, তাই বোধহয় ভুল বোঝাবুঝি হয়েছে। উনি জানতে চাইলে আমি ব্যাখ্যা দিয়ে দেব।"