শেষ আপডেট: 15th January 2025 18:34
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের অভ্যন্তরীণ সমীকরণ কি বদলে যাচ্ছে? একদা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তৃণমূল নেতা কুণাল ঘোষ তবে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুড বুকে আর নেই? বয়কট প্রশ্নে বুধবার ফলতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথার সূত্র ধরে ফের কৌতূহল তৈরি হয়েছে দলের মধ্যে।
ঠিক কী বলেছেন অভিষেক? এদিন অনেক কথার ভিড়ে বয়কট ইস্যুতে অভিষেক বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি যত দূর চিনি, তিনি বয়কট, ভেঙে দাও-গুঁড়িয়ে দাওয়ের রাজনীতিতে বিশ্বাস করেন না।" এখানেই না থেমে অভিষেক এও বলেন, "যদি করতেন, তা হলে এক সময়ে যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন, তাঁরা দলে ফিরতে পারতেন না”।
অভিষেক সরাসরি কারও নাম করেননি। তবে অনেকের মতে, নাম না করে কুণালকেই বার্তা দিতে চেয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ।
সারদা মামলায় জেলে থাকাকালীন একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন কুণাল। মুখ্যমন্ত্রীকে গ্রেফতারির দাবিও তুলেছিলেন। বলেছিলেন, "সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রেফতার করতে হলে সবার আগে মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা উচিত।’’
হঠাৎ অভিষেক-কুণালের মতান্তরের কারণ কী?
আরজি কর আন্দোলনের সময়ে যাঁরা মুখ্যমন্ত্রী এবং তৃণমূলকে সরাসরি আক্রমণের অবস্থান নিয়েছিলেন, এমন শিল্পীদের দলের অনুষ্ঠান থেকে বয়কট করার ডাক দিয়েছিলেন কুণাল। পরে সেবাশ্রয়ের কর্মসূচি থেকে কুণালের বার্তাকে 'দলের বার্তা নয়' বলে জানিয়ে সংবাদ মাধ্যমের উদ্দেশে অভিষেক পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, ‘এ ব্যাপারে দলনেত্রী কিছু বলেছেন? আমি সাধারণ সম্পাদক হিসাবে কিছু বলেছি? আপনারা কোনও নোটিস দেখেছেন?'
এরপরই পাল্টা বিবৃতিতে দলের একাধিক নোটিসের প্রসঙ্গ টেনে এনে কুণাল বুঝিয়ে দেন তিনি ভুল কিছু বলেননি। এমনকী কুণালকে এও বলতে শোনা যায়, "মমতা’দি বলে দিন যে আমি ভুল বলছি!, মেনে নেব”। ‘আরজি কর পর্বে অভিষেক বাইরে ছিলেন, সবটা জানেন না', বলেও মন্তব্য করেছিলেন কুণাল। যার জবাবে অভিষেক এদিন কুণালের পুরনো 'ক্ষত'র কথা মনে করিয়েছেন বলে মনে করা হচ্ছে।
তবে এ ব্যাপারে কুণালের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। ফেসবুকে তিনি পাল্টা কোনও বার্তা দেন কিনা, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে বিভিন্ন মহলে।
কথায় আছে, চিরদিন সবার সমান নাহি যায়। রাজনীতিতে তা আরও বাস্তব। তৃণমূলে আরও বেশি। তৃণমূলে অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন কুণাল। আপাত দর্শনে দূরত্বটা অনেক বেশি। আবার কখনও দেখা যাবে, ফিনিক্স পাখির মতো ফিরছেন কুণাল।