শেষ আপডেট: 13th October 2024 22:41
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি সাংবাদিক বৈঠকে কিছুটা ‘অরাজনৈতিক’ মন্তব্য করে বাম সমর্থকদের তোপের মুখে পড়তে হয়েছে আরজি কর আন্দোলনের অন্যতম মুখ কিঞ্জল নন্দকে। এবার সরাসরি তাঁকে নিশানা করে পোস্ট করলেন এক নেটিজেন। সোমা দত্ত নামে ওই মহিলার পোস্ট ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
কিঞ্জলের উদ্দেশে সোমা কয়েকটি প্রশ্ন করেন। তিনি লেখন, কমরেড কিঞ্জলের থেকে জানতে চাই গত ৯ অগস্ট বুদ্ধদেব ভট্টাচার্যের দেহদানের প্রক্রিয়া ছেড়ে দিয়ে কমরেড মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ আরও হাজার হাজার বাম ছাত্র যুব নেতা কর্মী আরজি করে হাজির হয়ে তিলোত্তমার মৃতদেহ আটকাতে গিয়েছিলেন কেন? কেন পারেন নি সে দিন বডি লোপাট আটকাতে? সোশ্যাল মিডিয়ায় সে ছবি ভাইরাল না হলে আজ এই আন্দোলন কোথায় থাকতো?
এরপরই তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে কিঞ্জলের তুলনা করে সোমা জানান, কিঞ্জল নন্দকে একটাই কথা বলবো, ওঁর স্ক্রিপটেড ভাষা বলে আন্দোলনের ক্ষতি করবেন না। তাঁর দাবি, অ্যাকাডেমিতে আপনার অভিনীত নাটকের প্রচার স্যোশাল মিডিয়াতে কুণাল ঘোষ করতেই পারেন, তৃণমূল কংগ্রেসের সঙ্গেও আপনার পারিবারিক সম্পর্ক থাকতেই পারে, কিন্তু ভুলভাল বলে আন্দোলনকে ভুল পথে চালিত করবেন না। তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতেই আন্দোলন চলুক।
এখানেই থেমে থাকেননি মহিলা। তিনি প্রশ্ন তোলেন কমরেড বিকাশ ভট্টাচার্য বিনা পারিশ্রমিকে নির্যাতিতার পরিবারের হয়ে সুপ্রিম কোর্টে শুনানি করেছিলেন। ত্রিধারা সম্মিলনীতে ‘বিচার চাই’ স্লোগান দিয়ে আটক ন’জনকে কলকাতা হাইকোর্টে বিনা পারিশ্রমিকে জামিন করিয়েছেন বিকাশবাবু এবং জয়ন্তনারায়নবাবু। আপনারা জামিন পাওয়ার পর ৯ প্রতিবাদীকে অভিনন্দন জানালেন। কিন্তু দুই আইনজীবীকে ধন্যবাদ জানালেনই না?
কমরেড এটা গুরুত্ব দিয়ে দেখুন।। #juniordoctor #wbjdf জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে কিছু কথা।। জুনিয়র ডাক্তারদের দুটো...
Posted by Soma Dutta Das on Saturday 12 October 2024
নিজের পোস্টের সঙ্গে কিঞ্জলের আগের একটি পোস্ট জুড়ে দিয়েছেন সোমা। সেখানে দেখা যাচ্ছে পোস্টটি ২০২০ সালের। ফেসবুক পোস্টে কিঞ্জল কুণাল ঘোষকে ধন্যবাদ ও প্রণাম জানান। কারণ, কুণাল সেসময় অ্যাকাডেমিতে কিঞ্জল অভিনীত নাটক 'কাল্পনিক বাস্তব'-এর কিছু ছবি পোস্ট করেছিলেন। কিঞ্জলের তরফ থেকে এখনও প্রতিক্রিয়া না মিললেও ময়দানে নেমে পড়েছেন তৃণমূল নেতা।
ফেসবুক পোস্টটি ধরে এক্স হ্যান্ডেলে কুণাল লেখেন, ‘সিপিএম সর্বত্র আমার ভূত দেখে, জানি। আমোদ পাই। কমরেড, এই অনশন নিয়ে নিজেদের বিতর্কেও আমাকে খুঁজে পেলেন আর এইসব পোস্ট করলেন! কিঞ্জলকে আমি চিনি, কিন্তু এসব নিয়ে ওর সঙ্গে আমার কোনো কথা হয়নি এখনও। ওর কোনও কথা কমরেডদের অপছন্দ হতে পারে, কিন্তু ওর বিশ্বাসযোগ্যতাকে আক্রমণ করবেন না।’
সিপিএম সর্বত্র আমার ভূত দেখে, জানি। আমোদ পাই। কমরেড, এই অনশন নিয়ে নিজেদের বিতর্কেও আমাকে খুঁজে পেলেন আর এইসব পোস্ট করলেন!! কিঞ্জলকে আমি চিনি, কিন্তু এসব নিয়ে ওর সঙ্গে আমার কোনো কথা হয়নি এখনও। ওর কোনও কথা কমরেডদের অপছন্দ হতে পারে, কিন্তু ওর বিশ্বাসযোগ্যতাকে আক্রমণ করবেন না।… pic.twitter.com/2NnGtB9FmB
— Kunal Ghosh (@KunalGhoshAgain) October 13, 2024
তৃণমূল নেতার তরফে এমন উত্তর পাওয়ার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট ভাইরাল হতেই কেউ লিখেছেন, ‘সবটাই কী আইওয়াশ?’ নির্যাতিতার সুবিচারের দাবিতে যেখানে টানা ৯ দিন আমরণ অনশন করছেন জুনিয়র চিকিৎসকরা। সেখানে আচমকা সোমার পোস্ট নিয়ে বিতর্ক ছড়িয়েছে।