শেষ আপডেট: 14th November 2024 13:32
দ্য ওয়াল ব্যুরো: যৌন হেনস্থার অভিযোগে পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঞ্জয় চক্রবর্তী মুম্বই থেকে গ্রেফতার হয়েছেন। এই খবরে বাংলার সঙ্গীতমহলে স্বাভাবিকভাবেই আলোড়ন সৃষ্টি হয়েছে। তার মধ্যেই বাংলার শিল্পীদের একাংশকে নিশানা করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ার পোস্টে তিনি খোঁচা দিয়েছেন অরিজিৎ সিং থেকে শুরু করে অভিজিৎ, এমনকী শ্রেয়া ঘোষালকেও।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরব হয়েছিলেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল। বলিউডের এক নম্বর বাঙালি গায়ক তো গানই লিখেছেন। শ্রেয়াকেও একটি অনুষ্ঠানে প্রতিবাদী গান গাইতে শোনা গেছিল। সেই সময় কুণাল ঘোষ তাঁদের সমালোচনা করেছিলেন। আর এইবার সঞ্জয় চক্রবর্তী গ্রেফতার হতেই আবার সরব হলেন কুণাল ঘোষ। নাম নিয়ে কটাক্ষ করলেন অরিজিতদের।
ফেসবুক পোস্টে কুণাল লিখেছেন, ''বাংলায় কিছু ঘটলে জাগেন, আপনাদের কর্মক্ষেত্রের সর্বভারতীয় জগতে হলে ঘুমান। আপনারা কি সিলেক্টিভ বিপ্লবী? মুম্বই থেকে অরিজিৎ, অভিজিৎ, শ্রেয়া, সকলেই আশা করি বাংলার মুখ উজ্জ্বল করা এই ঘটনাটি নিয়ে বিবৃতি দেবেন এবং একটি করে গান শোনাবেন।'' আরজি কর কাণ্ডের প্রতিবাদে 'আর কবে' গান লিখেছেন অরিজিৎ সিং। সেই গানের লাইন নিয়েও খোঁচা দিয়েছেন তৃণমূল নেতা। প্রশ্ন তুলেছেন, ''অরিজিৎ, আর কবে জাগবেন? আর কবে?''
সঞ্জয় চক্রবর্তীর বিরুদ্ধে ১৬ বছরের এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। তাঁরই গানের স্কুলে আসত ওই ছাত্রী। নাবালিকার অভিভাবকদের অভিযোগ, গান শেখানোর নাম করেই সঞ্জয় তাঁদের মেয়ের যৌন নিগ্রহ করেছেন। পুজোর আগে গত অগস্ট মাসে এই অভিযোগ দায়ের করেছিলেন তাঁরা। সূত্রের খবর, পুলিশের অভিযোগ দায়ের হয়েছে খবর পেয়েই মুম্বই চলে গেছিলেন সঞ্জয়।
গত রবিবার মুম্বইয়ের আকুরলি রোড থেকে সঞ্জয়কে গ্রেফতার করে চারু মার্কেট থানার পুলিশ। বুধবার তাঁকে ট্রানজিট রিম্যান্ডে কলকাতায় আনা হয়। আলিপুর আদালত সঞ্জয়কে আগামী সোমবার পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছে।