ফাইল ছবি।
শেষ আপডেট: 14th August 2024 13:29
দ্য ওয়াল ব্যুরো: আরজিকরে ছাত্রীকে ধর্ষণ-খুন কাণ্ডের প্রতিবাদে বুধবার মধ্যরাতে আন্দোলনে ডাক দিয়েছে নাগরিক সমাজ। ইতিমধ্যে সোশ্যাল মাধ্যমে ঘুরছে সেই বার্তা, তাতে লেখা, 'মেয়েরা, রাতের দখল নাও মধ্যরাতের আরজি করে!'
এরই প্রতিবাদে বুধবার দুপুর আড়াইটায় বানতলায় ধর্ষণ, খুনের শিকার অনিতা দেওয়ানের বাড়ির সামনে ১৫ নম্বর ওয়ার্ডে ধর্ণায় বসতে চলেছে তৃণমূল। বুধবার বেলায় সোশ্য়াল মাধ্যমে পোস্ট করে একথা জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। একই সঙ্গে বুধবার মধ্যরাতে আন্দোলনকে 'বাম-রামের চক্রান্ত' বলেও অভিযোগ করেছেন তিনি।
সোশ্যাল মাধ্যমের পোস্টে কুণাল লিখেছেন, "প্রতিবাদ আমরা সবাই করছি। কিন্তু বামরাম মুখোশ পরে রাতে পথনাটিকা করবে। তাতে সামিল হবেন না। ওরা বানতলা, ধানতলা-সহ অসংখ্য ঘটনার ধারক বাহক। এখন একটি বিচ্ছিন্ন কুৎসিত ঘটনা নিয়ে ঘোলাজলে মাছ ধরতে নেমেছে।"
RGKar. প্রতিবাদ আমরা সবাই করছি।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 14, 2024
কিন্তু বামরাম মুখোশ পরে রাতে পথনাটিকা করবে। তাতে সামিল হবেন না। ওরা বানতলা, ধানতলাসহ অসংখ্য ঘটনার ধারক বাহক। এখন একটি বিচ্ছিন্ন কুৎসিত ঘটনা নিয়ে ঘোলাজলে মাছ ধরতে নেমেছে। pic.twitter.com/VGIbh0qjkn
পরে এ ব্যাপারে কুণাল বলেন, আরজিকরে যে ঘটনা ঘটেছে, তাকে সমর্থন করার প্রশ্নই ওঠে না। ঘটনার পরই মুখ্যমন্ত্রী কড়া বিবৃতি দিয়েছেন। এমনকী অপরাধীর ফাঁসির আর্জি জানানো হবে বলেও জানিয়েছেন। সঙ্গে সঙ্গে সিট গঠন করা হয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতারও করেছে। আরজিকরের অধ্যক্ষকেও তার পদ থেকে সরানো হয়েছে।
কুণালের অভিযোগ, "তদন্তকে ভেস্তে দিতে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে এবং পরিকল্পিতভাবে তৃণমূলের কুৎসা করা হচ্ছে। আমরা এটারই প্রতিবাদ জানাচ্ছি। কারণ, যে সিপিএম এত বড় বড় কথা বলছে, সেই সিপিএম ধানতলা, বানতলাতে কী করেছিল? আর বিজেপি হাথরাস থেকে শুরু করে মণিপুরে কী করেছে, সেটা তো কারও অজানা নয়। তাই বাম-রামের চক্রান্তের মুখোশ খুলে দিতেই পাল্টা কর্মসূচির সিদ্ধান্ত।"
উল্লেখ্য, বুধবার মধ্যরাতে যে আন্দোলনেকর ডাক দেওয়া হয়েছে সেখানে কোনও রাজনৈতিক ব্যানার নেই। যদিও তৃণমূলের বক্তব্য, ঘোলা জলে মাছ ধরতে উঠে পড়ে লেগেছে বিজেপি-সিপিএম।