শেষ আপডেট: 31st July 2024 17:14
দ্য ওয়াল ব্যুরো: বাংলার কয়লা মাফিয়াদের সঙ্গে কেন্দ্রীয় কয়লামন্ত্রী প্রহ্লাদ জোশীর গোপনে মেলামেশার দাবি তুলে সরব হলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর দাবি, জোশী, বড় বড় কথা বলা বন্ধ করুন। আগে তিনি নিজে কাদের সঙ্গে মেলামেশা করছেন, তার শ্বেতপত্র প্রকাশ করুন।
কুণালের কথায়, 'আমাদের আসানসোলে সব বিতর্কিত কয়লা মাফিয়াদের সঙ্গে হোটেলে আপনি কী করছিলেন? এত কীসের কথা তাঁদের সঙ্গে? তাঁদের সঙ্গে আপনার ছবি প্রকাশিত হয় কী করে? আগে সেটার ব্যাখ্যা দিন, তার পরে বড় কথা বলবেন।'
একথার পাশাপাশি কুণাল আরও দাবি করেন, 'আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন, ২০২১ সালের পর থেকে মনরেগা, ১০০ দিনের কাজ-সহ বিভিন্ন বিষয়ে বাংলার যতটা পাওনা, তার কতটা বাংলাকে দিয়েছেন, সেই শ্বেতপত্র প্রকাশ করুন। আজেবাজে কথা বলে নজর ঘোরাবেন না।'
এছাড়াও কুণাল বলেন, 'অনেক দুর্নীতি হয়েছে বিভিন্ন রাজ্যে। ডবল ইঞ্জিনের রাজ্যেও হয়েছে। কিন্তু সেগুলোকে ধামাচাপা দিয়ে টাকা দিচ্ছেন তাদের। কিন্তু প্রতিহিংসার বশে বাংলাকে পাওনা টাকা থেকে বঞ্চিত করছেন। বড় বড় কথা বলার আগে প্রহ্লাদ জোশী নিজের গোপন বৈঠকের কথা শ্বেতপত্র প্রকাশ করে জানাক।'