কুলতলি সুড়ঙ্গপথ-গ্রাফিক্স
শেষ আপডেট: 15th July 2024 19:40
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: বাড়ির খাটের নীচ দিয়ে খোঁড়া হয়েছে সুড়ঙ্গ। সেই সুড়ঙ্গ গিয়ে মিশেছে মাতলা নদীর খালে। খালের ধারে রাখা আছে ডিঙিও। তবে কি এই পথেই পালাল নকল সোনা পাচারকারী সাদ্দাম লস্কর?
নকল সোনা দিয়ে ১২ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে সোমবার সকালে কুলতলির দুই নম্বর জ্বালাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের পয়তারহাট গ্রামে অভিযান চালায় কুলতলি থানার পুলিশ। সাদ্দামের বাড়িতে পৌঁছনোর আগেই পুলিশকে ঘিরে ফেলে তার পরিবারের লোকজন। অভিযোগ, পুলিশকে মারধর করা হয়। এমনকী গুলিও চালানো হয়। তারপরে অবশ্য আর সাদ্দাম পর্যন্ত পৌঁছনো হয়নি পুলিশের। গা ঢাকা দেয় এই দুষ্কৃতী।
পরে বিশাল পুলিশ বাহিনী ও ব়্যাফ ঘটনাস্থলে পৌঁছয়। তার পরিবারের দুই মহিলাকে আটক করা হলেও সাদ্দামের খোঁজ মেলেনি। এই নকল সোনার কারবারির খোঁজ পেতে দিনভর গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালায় পুলিশ। সাদ্দামের বাড়ির আনাচকানাচেও চলে চিরুনি তল্লাশি। বেলা গড়াতেই সাদ্দাম কাণ্ডে নয়া মোড়। তার বাড়ির ভিতর একটি ঘরে খাটের নীচে চোখ পড়তেই পুলিশের চোখ কপালে ওঠে। নজরে আসে একটি সুড়ঙ্গ পথ।
দেখা যায় রীতিমতো ইট-সিমেন্টে বাঁধানো এই সুড়ঙ্গ পথ। খাটের নীচ দিয়ে এই সুড়ঙ্গ পথ চলে গেছে মাতলা নদীর খালে। সেখানে আবার একটি ডিঙিও রাখা আছে। পুলিশের সন্দেহ, তার পরিবারের লোকজন যখন তাদের ঘিরে ধরেছিল, প্রায় ৩০ ফুট চওড়া এই সুড়ঙ্গ পথেই সাদ্দাম গা ঢাকা দেয়। এই ব্যবস্থা দেখে তাজ্জব হয়ে গেছেন জেলা পুলিশের কর্তারা।এই পথেই সাদ্দাম তার নকল সোনার কারবার চালাত বলে পুলিশ কর্তাদের অনুমান।
পুলিশ সূত্রে জানা গেছে, দুই নম্বর জ্বালাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের পয়তারহাটে নকল সোনা বিক্রির চক্র সক্রিয়। সক্রিয় দুষ্পাপ্য মূর্তি পাচার চক্রও। দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ আসছিল। তার ভিত্তিতেই এদিন অভিযান চালায় পুলিশ।