শেষ আপডেট: 7th March 2025 17:53
দ্য ওয়াল ব্যুরো: ফের দুর্নীতির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা (TMC Leader)। কৃষ্ণনগরের (Krishnanagar) বর্ষীয়ান তৃণমূল নেতা তথা প্রাক্তন শহর সভাপতি শিবনাথ চৌধুরীকে (Shivnath Chowdhury) গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ১৪ কোটি টাকা তছরূপের অভিযোগ রয়েছে। এক মহিলা তাঁর বিরুদ্ধে এই অভিযোগ এনেছিলেন। ইস্যুটি গড়িয়েছিল কলকাতা হাইকোর্ট পর্যন্ত। আদালতের নির্দেশেই গ্রেফতার হলেন তৃণমূল নেতা।
অভিযোগকারিণীর দাবি, ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত নদিয়া জেলা সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান থাকাকালীন শিবনাথ চৌধুরী প্রায় ১৪ কোটি টাকা তছরূপ করেছেন। শুধু তাই নয়, তাঁর সঙ্গে ওই তৃণমূল নেতা অশালীন ব্যবহার করেছেন বলেও অভিযোগ মহিলার। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট বিষয়টিতে হস্তক্ষেপ করায় তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ।
যে সময়ে সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান থাকাকালীন শিবনাথ, সে সময়ে বেশ কয়েকজন গ্রাহক আমানত করা টাকা ফেরত পাননি বলে অভিযোগ ওঠে। তাঁদের মধ্যেই একজন এই মহিলা। যদিও তৃণমূল নেতা সব অভিযোগই অস্বীকার করেছেন। তাঁর স্পষ্ট দাবি, রাজনৈতিক চক্রান্ত করে তাঁকে ফাঁসানো হয়েছে। টাকা তছরূপ থেকে শুরু করে মহিলার সঙ্গে খারাপ আচরণের সব অভিযোগই মিথ্যে।
তৃণমূল নেতার কথায়, ওই সময়ে যাদের টাকা আটকে গেছিল তারা সকলে পরে টাকা ফেরত পেয়েছেন। তাই প্রতারণার অভিযোগই ওঠে না। আর তাঁর এও দাবি, কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার এই মামলাটি ডিসমিস করে দিয়েছিল। তা সত্ত্বেও রাজনৈতিক ষড়যন্ত্রে তাঁকে গ্রেফতার করা হয়েছে।