শেষ আপডেট: 17th October 2024 15:06
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের রেশ এখনও অব্যাহত। তারই মাঝে কৃষ্ণনগরে এক তরুণীর অর্ধনগ্ন, অর্ধদগ্ধ দেহ উদ্ধারকে ঘিরে শোরগোল ছড়িয়েছে। বিষয়টি যে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে তা স্পষ্ট করলেন এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতীম সরকার।
এদিন সাংবাদিক বৈঠকে এডিজি জানান, ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে কৃষ্ণনগরের পুলিশ সুপারের নেতৃত্বে একটি স্পেশ্যাল ইনভেসটিগেশন টিম (সিট) গঠন করা হয়েছে।
পুলিশ কর্তা বলেন, "মৃত্যুর সঠিক কারণ এখনই বলা যাবে না। ম্যাজিসট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত হচ্ছে। ওই রিপোর্ট হাতে পাওয়ার পরই ছাত্রী খুনের ঘটনায় বিস্তারিত বলা যাবে।"
বুধবার সকালে কৃষ্ণনগর থেকে এক তরুণীর অর্ধনগ্ন, অর্ধদগ্ধ দেহ উদ্ধার হয়। দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণের পর খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। ইতিমধ্যে মৃত তরুণীর প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ধৃতকে আদালতে হাজির করিয়ে সাত দিনের হেফাজতে নিয়েছে পুলিশ। এডিজি জানান, "রাজ্যের তরফে এসপির নেতৃত্বে সিট যেমন ঘটনার তদন্ত করছে তেমনই সিআইডিও ঘটনার তদন্ত করবে।"
পুলিশ সূত্রের খবর, এদিন কল্যাণীর জেএনএম হাসপাতালে ম্যাজিসট্রেটের উপস্থিতিতে দেহের ময়নাতদন্ত করা হচ্ছে। একই সঙ্গে ফরেনসিক এবং ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞরা নমুণা সংগ্রহ করছেন। এডিজি বলেন, "তদন্তে সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে। আশা করছি, শীঘ্রই প্রকৃত সত্য প্রকাশ হবে।"
প্রসঙ্গত, পুলিশের তরফে এখনও খুনের কথা লা হচ্ছে না। পুলিশের একটি সূত্রের দাবি, খুন নাকি আত্মহত্যা তা স্পষ্ট হবে ময়নাতদন্তের রিপোর্টে। সে কারণেই এ বিষয়ে নিশ্চিত না হয়ে কিছু বলা হচ্ছে না। সূত্রের খবর, ঘটনার তদন্তে নেমে এক তরুণী-সহ আরও দু'জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।