শেষ আপডেট: 18th September 2024 14:26
দ্য ওয়াল ব্যুরো: ছয় বছর হয়ে পরে কৃষ্ণগঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের মামলা থেকে অব্যাহতি পেলেন মুকুল রায় ও জগন্নাথ সরকার। বিধানগরের ময়ূখভবনের বিশেষ আদালতের বিচারক তাঁকে বেকসুর খালাস করেছে।
২০১৯ সালে ফেব্রুয়ারি মাসে নদিয়ার হাঁসখালিতে বাড়িতে কাছেই সত্যজিৎ বিশ্বাসকে গুলি করে খুন করা হয়। মাথায় গুলি লাগায় ঘটনাস্থলেই মৃত্যু হয়। এই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের বলে দাবি করেছিল বিজেপি। ঘটনার দশদিন বাদে মূল অভিযুক্ত অভিজিৎ পুণ্ডারীকে গ্রেফতার করে পুলিশ। মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছিল। তদন্ত যায় সিআইডির হাতে। প্রথমে তিনজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় সিআডি।
তারপরেই ঘটনার সঙ্গে নাম জড়ায় তৎকালীন বিজেপি নেতা মুকুল রায় ও রানাঘাটের বিজেপি সংসদ জগন্নাথ সরকারের। এফআইআরে ঘটনায় জড়িত "সন্দেহভাজন" হিসাবে দাপুটে এই দুই নেতার নাম রাখা হয়েছিল। পরে ওই বছরের সেপ্টেম্বরে জগন্নাথের সরকারের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় সিআইডি। রানাঘাট অতিরিক্ত দায়রা আদালতে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে সিআইডি। সূত্রের খবর, তাতে ‘মূল ষড়যন্ত্রকারী’ হিসেবে মুকুলের নাম রাখা হয়।
সেখানে তাঁদের বিরুদ্ধে অভিযোগ, ঘটনার আগে ও পরে দুষ্কৃতীদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন মুকুল রায়। অভিযুক্তদের আশ্রয় দেওয়া ও পালানোর ক্ষেত্রে মুকুল মদত দিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা (খুন) এবং ১২০ ধারা (ষড়যন্ত্র) ধারায় মামলা রুজু হয়েছিল।