Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
‘সাহায্য চাই’ বলে ফোন, হোটেলে ডেকে ব্ল্যাকমেল! মহারাষ্ট্রে এক মহিলার হানিট্র্যাপে IPS-সহ বহু কর্তা'আরজি করের তদন্তে গাফিলতি বলেই বাড়ছে ধর্ষণের ঘটনা', সিবিআইকে নির্যাতিতার পরিবারখুশির হাওয়া বলিউডে, কন্যাসন্তান এল সিদ্ধার্থ-কিয়ারার ঘরেকে বলবে বয়স ৫১! শরীরে পাতলা বিকিনি, ইতালির সমুদ্রে জলকেলি 'মৎস্যকন্যা' মালাইকারখুব শীঘ্রই আসছে ‘বজরঙ্গী ভাইজান ২’? ইঙ্গিত দিলেন পরিচালক কবির খানকোলাপুরি চপ্পল নিয়ে সমালোচনার মুখে পড়েছিল প্রাডা, এবার মহারাষ্ট্রে এল তাদের টিমস্টান্টে বাজিমাত শাহরুখের! মাথা দিয়ে কাচ ভাঙতেই অনুরাগীরা বলছে, 'এটাই তো কিং ম্যাজিক’ফড়েরা লাভের গুড় খেয়ে যাচ্ছে! আলুর দাম নিয়ে চাষিদের মধ্যে চরম অসন্তোষকাস্টমস চেকিংয়ে আটকানোর পর পাঠচক্রের কাছে হেরে গেল ইস্টবেঙ্গল'মোহনবাগান রত্ন' পাচ্ছেন টুটু বোস, সেরা ফুটবলার আপুইয়া, দেখে নিন তালিকা

মৃত্যুপুরী কোটা! বিষ খেয়ে আত্মহত্যা করল এক পড়ুয়া, চলতি বছরে প্রাণ গেল ২৫ জনের

দ্য ওয়াল ব্যুরো: কোটায় মৃত্যুমিছিল যেন থামার নামই নিচ্ছে না। ফের একবার পড়ুয়া আত্মহত্যার (Kota Suicide) কারণে সংবাদের শিরোনামে উঠে এল রাজস্থানের এই শহরটি (Kota)। উত্তরপ্রদেশের ছোট্ট গ্রাম থেকে ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি নিতে কোটায় এসে

মৃত্যুপুরী কোটা! বিষ খেয়ে আত্মহত্যা করল এক পড়ুয়া, চলতি বছরে প্রাণ গেল ২৫ জনের

শেষ আপডেট: 18 September 2023 12:41

দ্য ওয়াল ব্যুরো: কোটায় মৃত্যুমিছিল যেন থামার নামই নিচ্ছে না। ফের একবার পড়ুয়া আত্মহত্যার (Kota Suicide) কারণে সংবাদের শিরোনামে উঠে এল রাজস্থানের এই শহরটি (Kota)। উত্তরপ্রদেশের ছোট্ট গ্রাম থেকে ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি নিতে কোটায় এসেছিল বছর সতেরোর মেয়েটি। কিন্তু নানান চাপে সেই স্বপ্ন শেষ হয়ে গেল। বিষ খেয়ে আত্মহত্যা করল প্রিয়ম সিং!

উত্তরপ্রদেশের মৌ জেলার বাসিন্দা ছিল প্রিয়ম। গত বছর নিট-ইউজি পরীক্ষার প্রস্তুতি নিতে কোটায় এসেছিল সে। শহরের বিজ্ঞান নগর এলাকার একটি হস্টেলে থাকত সে। আর পাঁচদিনের মতো এদিনও কোচিং সেন্টারে গিয়েছিল প্রিয়ম। কিন্তু তার সহপাঠীরা দেখে, কোচিং সেন্টারে বাইরে বমি করছে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় প্রিয়মের।

পুলিশ জানিয়েছে, এটি আত্মহত্যার (Kota Suicide) কেস। পরিবারকে খবর দেওয়া হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, সেই রিপোর্ট হাতে এলেই আরও বিস্তারিত জানা যাবে। এই নিয়ে কোটায় চলতি বছরে ২৫ জন পড়ুয়া আত্মহত্যা করল।

প্রতিবছর লাখ লাখ পড়ুয়া নিজেদের জীবন গড়তে কোটায় আসে। কোটা ফ্যাক্টরিতে নিত্যদিন তৈরি হচ্ছে তারা। এই কোটার সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক সাফল্যের গল্প। কিন্তু সেই সাফল্যের গল্পের সঙ্গে জুড়ে রয়েছে আরও এক অভিশপ্ত কাহিনি। প্রায়ই কোনও না কোনও পড়ুয়া হার মানছে জীবন যুদ্ধে।

মৃত্যুমিছিল আটকাতে কোটার হস্টেলগুলোতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা আটকাতে সিলিং ফ্যানে স্প্রিং লাগানো হয়েছে (Kota spring fan)। বারান্দা কিংবা ছাদ থেকে ঝাঁপ দেওয়া রুখতে লোহার জাল লাগানো হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও যত দিন যাচ্ছে, ছাত্রমৃত্যুর ঘটনা কমার বদলে বেড়েই চলেছে কোটায়।

আরও পড়ুন: মহিলাদের জন্য আসন সংরক্ষণ বিলে অনুমোদন পেল মোদীর মন্ত্রিসভায়!


ভিডিও স্টোরি