শেষ আপডেট: 7th December 2024 16:22
দ্য ওয়াল ব্যুরো: বন্ধুদের নিয়ে জন্মদিনের পার্টি করেছেন। তারপর গঙ্গায় নামার পর নিখোঁজ হয়ে গেলেন বরানগরের যুবক।
জানা যাচ্ছে যুবকের নাম অভিনব হালদার। বয়স ৩০। উত্তর ২৪ পরগনার বরানগরের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ৩টে নাগাদ নর্থ পোর্ট থানা এলাকার কাশীপুর সর্বমঙ্গলা ঘাটে গঙ্গায় নেমে তলিয়ে যান অভিনব। বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে ডুবুরি নামিয়ে তাঁর খোঁজ চলছে।
এলাকাবাসীদের দাবি, শুক্রবার পার্টি করতে তিন বন্ধু মিলে গঙ্গার ঘাটে এসেছিলেন। আর তখনই ঘটে যায় অঘটন। সেই সময়ই তাঁদের মধ্যে একজন হঠাৎ করে মুখ ধুতে গঙ্গার ঘাটে নামেন। কিন্তু জলে নামার পর আর উঠে আসেননি। হঠাৎ জোয়ার আসায় তলিয়ে যান যুবক।
প্রসঙ্গত, গত মাসেই গুরুপূর্ণিমা উপলক্ষে দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে যায় চার কিশোর। প্রত্যেকেই স্কুলপড়ুয়া। চার নাবালকের মধ্যে দু'জন একই পরিবারের ছিল।