শেষ আপডেট: 26th October 2024 14:16
দ্য ওয়াল ব্যুরো: জীবন আর মৃত্যুর মধ্যে ফারাক ঠিক কতখানি? জলজ্যান্ত একটা তরতাজা যুবক কীভাবে মুহূর্তের মধ্যে 'ডেডবডি'তে পরিণত হয়ে গেল, সামনে এল ১ মিনিট ৪২ সেকেন্ডের সেই মর্মান্তিক ভিডিও ফুটেজ।
শুক্রবার বিকেল ৪টে ৪৬ মিনিট ৬ সেকেন্ড। তখনও সৌরভ গুপ্ত বেঁচে। ভবানীপুর থানা এলাকার জাস্টিস দ্বারকানাথ রোড ধরে ভাড়া বাড়িতে ফিরছিলেন তিনি। রাস্তায় হাঁটু সমান জল। প্যান্ট গুটিয়ে যেভাবে সকলে জমা জলের মধ্যে দিয়ে রাস্তা পেরোয় সেভাবে তিনিও গন্তব্যের দিকে এগোচ্ছিলেন। কে জানতো দু'পা দূরে মৃত্যু অপেক্ষা করছে!
ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, রাস্তা ধরে কয়েক পা এগানোর পরই আচমকা জলের মধ্যে পড়ে গেলেন তিনি। গোটা শরীরটা ছটফট করছে। কয়েক মুহূর্ত পরে তাও থেমে গেল! খবর পেয়ে পুলিশ এসে বিহারের বাসিন্দার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে নিয়ে যায়।
ভবানীপুরে জমা জলে বিদুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু! সেই মুহুর্তের সিসিটিভি ফুটেজ#TheWallBangla #CCTV #CycloneDanaEffect #CycloneDanaAftermath pic.twitter.com/1hJObPb2Rx
— The Wall (@TheWallTweets) October 26, 2024
ঘূর্ণিঝড় দানার দাপটে বৃহস্পতিবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছিল কলকাতায়। টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে শহরের বেশিরভাগ এলাকা। ভবানীপুরের ঘটনা সামনে আসতেই মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। শুধু ভবানীপুর নয়, জমা জলের আতঙ্ক তাড়া করে সমগ্র কলকাতাবাসীকে। গতবছর হরিদেবপুরে এভাবেই জমা জলে বিদুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল একজনের। তারও আগে জমা জলে মর্মান্তিক মৃত্যুর একাধিক নজির রয়েছে শহর কলকাতায়।
সামনে আসা সিসিটিভি ফুটেজ দেখে শিউড়ে উঠেছেন অনেকেই। টালিগঞ্জের স্কুল শিক্ষিকা সীমা দে, সল্টলেকের গৌতম রায়চৌধুরী কিংবা পর্নশ্রীর জয়দীপ গঙ্গোপাধ্যায়ের কথায়, "ভিডিওটা দেখার পর থেকে চোখের পাতা বন্ধ করলেই ওই দৃশ্যটা মনে পড়ছে। ভাবছি উপান্তর না থাকায় আমরাও অনেক সময় রাস্তার জমা জলের মধ্যে দিয়ে যাতায়াত করতে বাধ্য হই! কাল তো একই ঘটনা আমার সঙ্গেও ঘটতে পারে!"