শেষ আপডেট: 30th January 2025 23:11
দ্য ওয়াল ব্যুরো: খাস কলকাতায় ভয়ঙ্কর ঘটনা। মেট্রোপলিটন বাইপাসে প্রকাশ্য রাস্তায় তরুণীকে ধারাল অস্ত্র দিয়ে পরপর কোপ। ঘটনায় তিনজনকে আটক করেছে করেছে প্রগতি ময়দান থানার পুলিশ। এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণী এনআরএস হাসপাতালে ভর্তি রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই তরুণীকে প্রথমে মারধর করতে করতে গাড়ি থেকে নামানো হয়। ওই অবস্থায় এক পায়ে জুতো পরে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে পালিয়ে আসছিলেন তরুণী। তখনই ফের পেছন থেকে এক যুবক এসে তাঁকে ধাওয়া করে প্রথমে হাতে কোপ মারে। তারপরেই তরুণীর গলার নলি কেটে দেয়।
তরুণী ওই অবস্থাতেই একটি ওষুধের দোকানের দিকে এগিয়ে যান বলে জানান স্থানীয়রা। তখনই তাঁকে রক্তাক্ত অবস্থায় ট্যাক্সি করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান। প্রত্যক্ষদর্শীরাই হামলাকারী যুবক ও তাঁর মাকে পাকড়াও করেন। পরবর্তীতে প্রগতি ময়দান থানার পুলিশ এলে ঘটনায় তিনজনকে আটক করে।
ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনও কারণ, ঠিক কী কারণে এই হামলার ঘটনা ঘটল তা জিজ্ঞাসাবাদ করে খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ঘটনার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে নারী নিরাপত্তা নিয়ে। কারণ গোটা ঘটনাই ঘটেছে ভর সন্ধেবেলা, প্রকাশ্য রাস্তার মধ্যেই।