শেষ আপডেট: 7th March 2025 20:27
দ্য ওয়াল ব্যুরো: ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবসকে (Womens Day) সামনে রেখে পথে নামছে মহিলা তৃণমূল কংগ্রেস (TMC)। তার আগে পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ বিভাগ পালন করল নারী দিবস। শুক্রবার সল্টলেকের সুবর্ণ কনফারেন্স হলের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja)। এছাড়া ছিলেন পশ্চিমবঙ্গ মহিলা কমিশন এবং শিশু সুরক্ষা দফতরের চেয়ারপার্সন।
শনিবার মিছিল করবে তৃণমূলের সব মহিলা কর্মী, নেত্রীরা। শুধু শহর কলকাতায় নয়, জেলায় জেলায় মিছিলের আয়োজন করা হয়েছে। দেশের এখন মাত্র দুজন মহিলা মুখ্যমন্ত্রী। দিল্লিতে সদ্য শপথ নিয়েছেন রেখা গুপ্ত। আর পশ্চিমবঙ্গে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকেই কুর্নিশ জানিয়ে বিশেষ কর্মসূচিতে নামছেন তৃণমূলের মহিলারা।
শেষ পাওয়া খবর অনুযায়ী, শনিবার দুপুর তিনটে নাগাদ রবীন্দ্রসদনে জমায়েত করবে মহিলা তৃণমূল কংগ্রেস। বিকেল চারটেয় মিছিল শুরু হবে। রবীন্দ্রসদন থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত এই মিছিলে মাইকে স্লোগান বা ভাষণ দেওয়া হবে না। কারণ এখন রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। শুধুমাত্র পোস্টার, হোর্ডিং নিয়ে পদযাত্রা হওয়ার কথা। প্রতি বছরই আন্তর্জাতিক নারী দিবসে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে কোনও না কোনও কর্মসূচি পালন করে থাকে মহিলা তৃণমূল কংগ্রেস। চলতি বছরও সেই কর্মসূচি পালিত হতে চলেছে।
সূত্রের খবর, ২০২৬ সালের নির্বাচনকে মাথায় রেখে এই মিছিলের স্লোগান, পোস্টার এবং থিম রাখা হয়েছে। এবার ৫০ তম নারী দিবস পালিত হবে। সেই প্রেক্ষিতে তৃণমূলের মিছিল থেকে ‘নারীদিবস ৫০ বছরে, দিদি বাংলার ঘরে ঘরে’ - এই স্লোগান উঠতে পারে।
তৃণমূল কংগ্রেসই একমাত্র দল যাদের সবচেয়ে বেশি মহিলা সাংসদ রয়েছে। লোকসভায় প্রায় ৩৯ শতাংশ। সেই বিষয়টি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মনে করান। দলের তরফেও বিভিন্ন ক্ষেত্রে বিষয়টিকে উত্থাপন করা হয়েছে। এবারের নারী দিবসের তৃণমূলের মিছিলও যে বিশেষ গুরুত্ব পেতে চলেছে তা বলাই বাহুল্য। এছাড়া এই মিছিল থেকে তুলে ধরা হবে বাংলার সংস্কৃতি। সেখানে থাকতে পারেন বাউল–সহ একাধিক লোকসংস্কৃতির প্রতিনিধিরাও।