আরজি করে মহিলা কমিশনের সাংবাদিক বৈঠক।
শেষ আপডেট: 13th August 2024 14:36
দ্য ওয়াল ব্যুরো: ঘণ্টাচারেক সময় আরজি করে কাটিয়ে বেরোলেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। জানালেন, নিরাপত্তার যথেষ্ট অভাব রয়েছে আরজি কর ক্যাম্পাসে। পর্যাপ্ত সিসি ক্যামেরারও নেই বলে জানিয়েছেন তাঁরা। পাশাপাশি তাঁদের অভিযোগ, প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ নিহত তরুণীর প্রতি যথেষ্ট অসংবেদনশীল মন্তব্য করেছেন। এমনকি মেয়েটির নামও নেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁদের। সেই কারণে প্রিন্সিপালের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে তাঁদের তরফে।
গতকাল, সোমবারই রাজ্যে এসে পৌঁছেছিলেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। আজ, মঙ্গলবার সকালেই তাঁরা আরজি কর হাসপাতালে পৌঁছন। কলেজ এবং হাসপাতালের নতুন অধ্যক্ষ সুহৃতা পাল এবং নতুন সুপার বুলবুল মুখোপাধ্যায়ের সঙ্গে কথাও বলেন তাঁরা। দেখা করেন আন্দোলনকারীদের সঙ্গে, জানান, আন্দোলনকারীদের পাশে রয়েছে কমিশন।
এর পরেই হাসপাতাল থেকে বেরোনোর সময়ে প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ তোলে মহিলা কমিশন। দেখুন ভিডিও।
গতকাল শহরে আসার পরে প্রথমেই কমিশনের দুই প্রতিনিধি সোজা যান লালবাজারে। সেখানে পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেন তাঁরা, পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকও করেন। লালবাজারের পরে কালই নিহত মহিলা চিকিৎসকের বাড়িতেও যান কমিশনের ওই দুই প্রতিনিধি।
কমিশনের অন্যতম সদস্য ডেলিনা খনড়ুপ জানান, তাঁরা এই নৃশংস ঘটনার তদন্তের গতিপ্রকৃতি ভাল করে খতিয়ে দেখবেন। পাশাপাশি রাজ্যের গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করে কমিশনকে জানাবেন বলেও জানান তিনি। ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করে তাঁরা জাতীয় মহিলা কমিশনে জমা দেবেন। শুধু তাই নয়, প্রয়োজন হলে আরও অতিরিক্ত দিন থেকে, গোটা ঘটনা তাঁরা সবদিক থেকে খতিয়ে দেখবেন বলেও জানা গিয়েছে।
মহিলা কমিশনের এই অতিসক্রিয়তার পরেই পুলিশের ভূমিকা নিয়ে আরও বেশি করে প্রশ্ন উঠছে আরজি কর কাণ্ডে। ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে দাবি করা হয়েছে, আসল অপরাধীকে আড়াল করছে পুলিশ।