শেষ আপডেট: 2nd November 2024 12:55
দ্য ওয়াল ব্যুরো: খাস কলকাতায় ফের রহস্যমৃত্যুর ঘটনা। লিভ ইন পার্টনারের ফ্ল্যাট থেকে দেহ মিলল। প্রত্যক্ষদর্শীরা বলছে, অর্ধনগ্ন অবস্থায় দেহ উদ্ধার করেছে পুলিশ। ফ্ল্যাটের ভিতরে উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায় যুবতীকে। দাবি সঙ্গীর মায়ের। থানায় খবর দেওয়া হলে, পুলিশ এসে দেহ উদ্ধার করে।
জানা গিয়েছে, শুক্রবার রাতে গড়ফার শহিদ নগর এলাকায় নিজের বয়ফ্রেন্ডের ফ্ল্যাটে এসেছিলেন ৩৫ বছরের ওই যুবতী। যুবতীর সঙ্গে তাঁর বোনও ফ্ল্যাটে গিয়েছিলেন। পুলিশ সূত্রে খবর, তিন জনে ফ্ল্যাটের ভিতরেই মদ্যপান করেন। গান চালিয়ে নাচানাচিও করেন। এরপর মদ্যপ অবস্থায় সিঁড়ি থেকে নামতে গিয়ে কোনওভাবে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ওই যুবতী।
নিহত যুবতীর নাম মধুরিমা রায়। বৃহস্পতিবারের পর শুক্রবারও সন্ধেয় বন্ধুর বাড়িতে পার্টি ছিল। ওই পার্টিতেই যোগ দিয়েছিলেন তিনি। তড়িঘড়ি এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ওই যুবতীকে মৃত বলে জানান।
হামেশাই মদ্যপান করতেন। সেই কারণেই শারীরিক অসুস্থতা থেকেই প্রাণহানি নাকি এই ঘটনার নেপথ্যে অন্য কিছু রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। যুবতীর সঙ্গীকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ।