শেষ আপডেট: 17th February 2025 17:36
দ্য ওয়াল ব্যুরো: কিডনি বিক্রির টাকা নিয়ে বেপাত্তা স্ত্রী। সেই অভিযোগ জানানো পর থেকেই পুলিশ নিয়মিত হেনস্থা করছে বলে অভিযোগ স্বামীর। বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
ঘটনা হাওড়ার। আর্থিক অনটনের কথা বলে স্বামীকে কিডনি বিক্রি করতে উৎসাহ দেন স্ত্রী। প্রথমে রাজি না হলেও আর্থিক দুরাবস্থা কাটাতে শেষমেষ রাজি হন স্বামী। টাকা হাতে পেতেই স্বামীকে প্রতারিত করে বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে যান স্ত্রী।
এই নিয়ে স্বামী অভিযোগ দায়ের করেন সাঁকরাইল থানায়। এখন পুলিশের বিরুদ্ধেই হুমকির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ স্বামী। পুলিশি নিরাপত্তা চান তিনি। ঘটনায় রাজ্যের থেকেই রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট।
এদিন আবেদনকারী বলেন, "আমার কিডনি বেচার টাকায় স্ত্রী পালিয়েছে। সোনা-গয়না সব নিয়ে গিয়েছে। পুলিশ এখন আমাকেই গ্রেফতার করতে চাইছে। এফআইআর করেছে। রোজ বাড়িতে আসছে। আমাকে থ্রেট করছে।"
বিচারপতি সব শুনে জানান, "এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আদালত কী করবে? পুলিশ তো তদন্তের জন্য রোজ যাবেই। পাল্টা আবেদনকারীর তরফে বলা হয়, রাজ্য যেন রিপোর্ট দেয় এ ব্যাপারে।জানা গিয়েছে, এপ্রিলের মান্থলি লিস্টে থাকবে এই মামলা।