ফাইল ছবি।
শেষ আপডেট: 31st January 2025 09:51
দ্য ওয়াল ব্যুরো: হাসপাতালে ভর্তি করেও শেষরক্ষা হল না। বৃহস্পতিবার রাত ২টো নাগাদ এনআরএস হাসপাতালে মারা গেলেন ইএম বাইপাসে ছুরি-হামলায় আক্রান্ত তরুণী। এই নৃশংস ঘটনার পর পুলিশ এক নাবালক-সহ তিনজনকে গ্রেফতার করেছে।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাইপাস ধরে দ্রুতগতিতে ছুটছিল দুটি গাড়ি। বাইপাস ধাবার কাছে সিগন্যালে প্রথম গাড়িটি থামতেই পিছনের গাড়িটি এসে পথ আটকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই তরুণীকে প্রথমে মারধর করতে করতে গাড়ি থেকে নামানো হয়। ওই অবস্থায় এক পায়ে জুতো পরে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে পালিয়ে আসছিলেন তরুণী। তখনই ফের পেছন থেকে এক নাবালক এসে তাঁকে ধাওয়া করে প্রথমে হাতে কোপ মারে। তারপরেই তরুণীর গলার নলি কেটে দেয়।
তরুণী ওই অবস্থাতেই একটি ওষুধের দোকানের দিকে এগিয়ে যান বলে জানান স্থানীয়রা। তখনই তাঁকে রক্তাক্ত অবস্থায় ট্যাক্সি করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান। রাতে তাঁর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরাই হামলাকারী নাবালক ও তাঁর মাকে পাকড়াও করেন। পরবর্তীতে প্রগতি ময়দান থানার পুলিশ এলে ঘটনায় তিনজনকে গ্রেফতার করে।
পুলিশি তদন্তে উঠে এসেছে, বিবাহ বহির্ভূত সম্পর্কের সম্ভাবনা। ধারণা করা হচ্ছে, নাবালকের বাবার সঙ্গে তরুণীর সম্পর্ক ছিল এবং সেই কারণেই এই হামলা।
জানা গেছে, ঘটনার সময় গাড়িতে উপস্থিত ছিলেন নাবালকের মা শাহজাদি ফারুক। তবে ওই তরুণী নাবালকের বাবার সঙ্গে গাড়িতে ছিলেন নাকি তাঁকে অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল, তা এখনও নিশ্চিত নয়। পুলিশ ওই নাবালকের বাবাকে খুঁজছে।