শেষ আপডেট: 10th November 2024 16:23
দ্য ওয়াল ব্যুরো: শহরের বুকে ফের শ্লীলতাহানির ঘটনা। অভিযুক্ত সিভিক ভলান্টিয়র। ঘটনা এন্টালি থানা এলাকার। গতরাতে এক মহিলার ঘরে ওই সিভিক ভলান্টিয়র ঢুকে পড়ে বলে অভিযোগ। পরে মহিলার তরফে অভিযোগ পেয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে এন্টালির শম্ভু লেনে ওই সিভিক ভলান্টিয়র মদ্যপ অবস্থায় প্রতিবেশী মহিলার বাড়িতে ঢুকে যায়। তারপর শ্লীলতাহানির চেষ্টা করে। মহিলা চিৎকার করলে ওই সিভিক ভলান্টিয়র ঘর থেকে বেরিয়ে যায়।
মহিলা এরপর এন্টালি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিকে গ্রেফতার করা হয় ওই সিভিক ভলান্টিয়রকে।
আরজি করে খুন ও ধর্ষণে সিভিক ভলান্টিয়রের নাম জড়ানোয় কার্যত হইচই পড়ে যায়। রক্ষকই ভক্ষক! তাহলে নিরাপত্তা কোথায়, এমন প্রসঙ্গ তুলে চলে বিক্ষোভ, আন্দোলন। সেই ঘটনার রেশ এখনও কাটেনি। আরজি কর কাণ্ডের তিন মাস পেরোতেই শহরের বুকে শ্লীলতাহানির এমন ঘটনায় প্রশ্নের মুখে রাজ্যের আইনশৃঙ্খলা।