শেষ আপডেট: 3rd January 2024 11:57
দ্য ওয়াল ব্যুরো: ঠুকঠুকের পালা শেষ। এ বার রীতিমতো ধুন্ধুমার। ফেরত আসা উত্তুরে হাওয়ার সেই মারমুখী ব্যাটিং দেখা যাবে শীতের। কনকনে ঠান্ডা হাওয়া জানান দিচ্ছে শীত বিদায় নেয়নি। মাঝে শুধু কিছুদিনের বিরতি ছিল মাত্র। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, একদিনে কলকাতার তাপমাত্রা দেড় ডিগ্রি নেমেছে। ১০ জানুয়ারি থেকে শীতের দ্বিতীয় স্পেল শুরু। দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত পড়বে।
ডিসেম্বরে কিছুদিন শীত পড়লেও পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার দাপটে উত্তুরে কনকনে ঠান্ডা হাওয়া রাজ্যে ঢুকতেই পারেনি। তাই তাপমাত্রাও বেড়েছে চড়চড় করে। লেপ-কম্বল-সোয়েটার মাফলার আলমারিতে তুলে রাখার জোগাড় হয়েছিল। এমন অবস্থায় শীত বিদায় নেবে কি না, এমন আশঙ্কা যখন ধীরে ধীরে চেপে বসছে, তখনই আকাশ পরিষ্কার হয়ে রাজ্যে উত্তুরে হাওয়ার রাস্তা খুলে দিল।
হাওয়া অফিস জানাচ্ছে, রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রি বা তার বেশি থাকবে বলে মনে করা হয়েছিল। কিন্তু উত্তর-পশ্চিম ভারতের হিমশীতল হাওয়ার দাপটে মঙ্গলবার রাতেই কলকাতার তাপমাত্রা ১৪ ডিগ্রিতে নেমে যায়। দিনের তাপমাত্রাও নামে। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নেমে শহরে গতকাল দিনের তাপমাত্রা ছিল ২২.৫ ডিগ্রি।
আজও সকাল থেকে বেশ ভালই ঠান্ডা। ভোরের দিকে কুয়াশা ঘিরে রাখছে মহানগরকে। বেলা বাড়লে উঠলেও তার তেজ কম। হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচদিন একই রকম থাকবে আবহাওয়া। ১০ জানুয়ারি থেকে শীতের নতুন স্পেল শুরু হচ্ছে।
অন্য দিকে উত্তরবঙ্গেও ঠান্ডা ফিরছে জাঁকিয়ে। ঘন কুয়াশার দরুণ সেখানে দিনের সর্বোচ্চ তাপমাত্রা যেমন বাড়তে পারেনি, তেমন সর্বনিম্ন তাপমাত্রা দ্রুত নেমেছে। দুইয়ে মিলে ঘোর শীতের ঠকঠকানি। জলপাইগুড়ি-মালদহে শৈত্যপ্রবাহ কড়া নাড়ছে। তবে দক্ষিণবঙ্গবাসী ঝকঝকে নীল আকাশের নীচে রোদে পিঠ দিয়ে শীতের আমেজ উপভোগ করার সুযোগ পেলেও উত্তরবঙ্গে তাতে বাধ সেধেছে কুয়াশা। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও খানিকটা নামবে।
এদিকে পশ্চিমী ঝঞ্ঝা শীতের পথ থেকে সরে গেলেও পূবালি বাতাসের সঙ্গে সংঘাতে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে বাংলায়। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবার থেকে রবিবার বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া,বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
পাহাড়ি জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজ থেকে আগামী পাঁচ দিন দার্জিলিঙে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা আছে।
কলকাতায় ১০ জানুয়ারির পর থেকে তাপমাত্রা ১৩ ডিগ্রিতে নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃষ্টি কমলে পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডা আরও বাড়বে। রাতের তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নেমে যেতে পারে। হাওয়া অফিস জানাচ্ছে, উত্তুরে বাতাসে হিমের ছোঁয়া থাকবে। তবে পড়ে পাওয়া শীত কতদিন স্থায়ী হবে তা এখনও জানা যায়নি।