শেষ আপডেট: 21st September 2024 16:33
দ্য ওয়াল ব্যুরো: ষষ্ঠী নয়, এখন মহালয়ার পর থেকেই কলকাতায় শুরু হয়ে যায় দুর্গা পুজো। সেদিক থেকে দেখতে গেলে পুজোর ঢাকে কাঠি পড়তে দু'সপ্তাহও বাকি নেই।
অথচ শহর কলকাতার বহু এলাকার রাস্তায় এখনও ভাঙাচোরা। বৃষ্টি হলে তো কথায় নেই। পুজোতেও কি ওই ভাঙাচোরা রাস্তাকে সঙ্গী করেই ঠাকুর দেখতে হবে? এদিন টক টু দ্য মেয়র অনুষ্ঠানে ফিরহাদ হাকিম বলেন, "দিনরাত কাজ চলছে। এখন সেভাবে বৃষ্টি নেই। আশা করছি, মহালয়ার আগেই শহরের সব রাস্তা ঠিক হয়ে যাবে।"
ফিরহাদ জানান, রাস্তার আয়ু বাড়াতে এখন বেশিরভাগ জায়গায় প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্লাস্টিক রোড তৈরি করা হচ্ছে। তবে এসবের পরেও কিছু কিছু রাস্তা খারাপ হচ্ছে। কারণ, মেট্রোর কাজের জন্য ওই রাস্তা দিয়ে বড় বড় ক্রেইন যাচ্ছে।
এখন থেকে শুধু রাস্তা সংস্কার করা নয়, রাস্তাটি কোন সংস্থা সংস্কার করেছে, তার নামও উল্লেখ করতে বলা হয়েছে। যাতে সহজে এ বিষয়ে পদক্ষেপ করা যায় বলে জানিয়েছেন মেয়র।
গত কয়েকটি দুর্গা পুজোয় বৃষ্টির সাক্ষী থেকেছে কলকাতা। এবারেও এ ব্যাপারে আগাম প্রস্তুতি নিচ্ছে পুর কর্তৃপক্ষ। ফিরহাদ বলেন, "এই বর্ষাতে দু-তিন ঘণ্টার বেশি জল কোথাও জমেনি। পুজোর সময় বর্ষা হলেও যাতে দু'তিন ঘণ্টার বেশি জল না থাকে সেই ব্যবস্থা করা হচ্ছে। কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা খোলা থাকবে। ড্রেনেজ পাম্পিং স্টেশন চালু থাকবে। পুরকর্তারা প্রস্তুত থাকবেন এবং গাছ কাটা, সরানোর লোকজনও থাকবেন। আশা করছি, কোথাও কোনও সমস্যা হবে না।"
একই সঙ্গে পুজোর সময় ডেঙ্গি মশার বিষয়েও বাড়তি সতর্কতার কথা জানিয়েছেন মেয়র। গত বছর এই সময় শহরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ৮০২ জন, সেখানে ওই সংখ্যা এবারে মাত্র ৪১০। গত বছর সেপ্টেম্বর মাসে শহরে ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ছিল ৫ হাজার ৭২০, এ বছর সেই সংখ্যাটা ৩ হাজার ১৯ জন।
ফিরহাদ বলেন, "আমরা সতর্ক রয়েছি। সচেতনতার প্রচারও চালিয়ে যাওয়া হবে। পুজো প্যান্ডেলের উদ্যোক্তাদের বলব একটু হোর্ডিং করে প্রচার করার জন্য। প্যান্ডেলের ত্রিপলের কাছে যাতে জল না জমে। বাঁশে যেন জল না জমে, মশার লার্ভা তৈরি না হয়, সেদিকে সকলকে সতর্ক করা হবে।"