শেষ আপডেট: 10th August 2024 09:27
দ্য ওয়াল ব্যুরো: আরজিকরের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় হাসপাতালের তরফে যে ১১ জনের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তার স্বচ্ছতা নিয়েই বড় প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর দাবি, ওই ১১জনের কমিটিতে কয়েকজন ইন্টার্ন ডাক্তারও (যাঁরা রেজিস্টার্ড ডাক্তার নন) রয়েছেন।
গোটা ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে শুক্রবার রাতে টুইট করেছেন বিরোধী দলনেতা। সেখানে আন্দোলনকারী মেডিক্যাল পড়ুয়াদের পাশে থাকার আশ্বাস দিয়ে শুভেন্দুর অভিযোগ, রাজ্য নাম কা ওয়াস্তে তদন্ত কমিটি গঠন করে ঘটনাটিকে ধামাচাপা দিতে চাইছে। তাই সিবিআই তদন্ত হওয়া জরুরি।
মেডিক্যাল পড়ুয়াদের এ ব্যাপারে আন্দোবন চালিয়ে যাওয়ারও পরামর্শ দিয়েছেন বিরোধী দলনেতা।
The body of the second-year Postgraduate Student of RG Kar Medical College, who was found dead inside the Seminar Hall on the 3rd floor of the emergency building inside the campus under mysterious circumstances, reportedly had injury marks.
— Suvendu Adhikari (@SuvenduWB) August 9, 2024
Unconfirmed reports suggest that there… pic.twitter.com/IWOa03R6BR
পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্নাতকোত্তর স্তরে দ্বিতীয় বর্ষের পড়ুয়া ওই ছাত্রী বৃহস্পতিবারও রাত ২টো পর্যন্ত হাসপাতালের ওয়ার্ডে ডিউটি করেন। পরে কর্মরত আরও দুই জুনিয়র ডাক্তারের সঙ্গে খাওয়াদাওয়া সেরে পড়াশোনার জন্য সেমিনার হলে চলে যান ওই তরুণী। শুক্রবার সকালে সেমিনার হল থেকেই দেহ উদ্ধার হয় তাঁর।
এরপরই নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে মেডিক্যালের পড়ুয়াদের মধ্যে থেকে। মৃতর পরিবারও একই প্রশ্ন তুলেছে। রাতে থানায় খুন ও ধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ। যদিও শুভেন্দুর অভিযোগ, তদন্ত কমিটি গঠনের নামে আদতে অভিযুক্তদের আড়াল করা হতে পারে। সেকারণেই সিবিআই তদন্তের দাবি।
প্রসঙ্গত, শুক্রবার দিনভর পরিবারকে দেহ দেখতে না দেওয়া নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেচিলেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পল, কাউন্সিলর সজল ঘোষ, আইনজীবী কৌস্তভ বাগচীরা। তাঁরাও পুলিশের বিরুদ্ধে তদন্তের নামে অভিযুক্তদের আড়াল করার অভিযোগ এনেছিলেন।