শেষ আপডেট: 7th February 2025 21:39
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের ফাঁসির সাজা চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল রাজ্য সরকার। কিন্তু সেই আর্জি খারিজ করেছে আদালত। এই রায়ের পর নির্যাতিতার বাবা-মা মনে করছেন, রাজ্যের উচিত হয়নি বিষয়টির মধ্যে ঢোকার। যে নির্দেশ এসেছে তা সঠিক।
রাজ্য সরকার তদন্ত প্রক্রিয়ায় যুক্ত ছিল না। তাই তাঁদের মামলা আদৌ বৈধ কিনা, সেই প্রশ্ন তুলে সওয়াল করেছিল সিবিআই। হাইকোর্ট কার্যত সেই আবেদনেই সাড়া দিয়েছে। এদিকে সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে যে একই আবেদন করেছিল তদন্তকারী সংস্থা সিবিআই, সেই মামলাটি গ্রহণযোগ্য বলে জানিয়েছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।
বিষয়টি নিয়ে এক সংবাদমাধ্যমে নির্যাতিতার বাবা-মা জানান, দোষীর ফাঁসি চেয়ে এখন তৎপরতা দেখাচ্ছে রাজ্য। কিন্তু তাঁদের উচিত ছিল তদন্তের সময়ে তৎপরতা দেখানো। তাহলে আগেই মূল দোষীরা শাস্তি পেত। এই প্রেক্ষিতে তাঁরা আবারও অভিযোগ করেন যে, রাজ্য প্রশাসন এবং পুলিশ মিলেই তথ্য প্রমাণ লোপাট করেছে প্রথমে। তাই এখনও প্রকৃত দোষীরা সামনে আসছে না। তাই এতপরে রাজ্যের উচিত ছিল না বিষয়টির মধ্যে ঢোকার।
গত বছরের ৯ অগস্ট। কলকাতার আরজি কর হাসপাতালের (RG Kar Rape and Murder Case) নারকীয় ঘটনাটি প্রকাশ্যে এসেছিল। ধর্ষণ করে খুন করা হয়েছিল হাসপাতালেরই তরুণী চিকিৎসককে। মূল ঘটনার ৫ মাস ৯ দিন পর গত ২০ জানুয়ারি সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল শিয়ালদহ আদালত। এরপরই নিম্ন আদালতের নির্দেশকে চ্যালে়ঞ্জ করে সঞ্জয় রায়ের ফাঁসির সাজা চেয়ে হাইকোর্টে আবেদন জানায় রাজ্য। একই দাবিতে আদালতে যায় সিবিআইও। কিন্তু আদালত মনে করেছে, রাজ্যের আর্জি সঙ্গত নয়।
আগামী ৯ ফেব্রুয়ারি আরজি করের নির্যাতিতার জন্মদিন। এদিকে ওই দিনই এই নারকীয় ঘটনার ৬ মাসও হচ্ছে। 'বিচারহীন ৬ মাস' শিরোনামে শুক্রবার একাধিক কর্মসূচি নিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। নির্যাতিতার বাবা-মাও মেয়ের জন্মদিনের দিন থেকে নতুন করে পথে নেমে আন্দোলন সংগঠিত করার আহ্বান জানিয়েছেন।