Date : 18th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
মোহনবাগানের উপর থেকে ট্রান্সফার নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা, নতুন ফুটবলার নিতে বাধা নেই আরইজরায়েলি হামলায় তছনছ ঘনিষ্ঠ বৃত্ত, ক্রমশ নিঃসঙ্গ হয়ে পড়ছেন আয়াতোল্লাহ খামেনিএখনই নিকেশ নয় খামেনিকে, ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের নির্দেশ ট্রাম্পেরকসবায় স্ত্রী, পুত্রকে নিয়ে আত্মঘাতী বৃদ্ধ? মিলল 'সুইসাইড নোট'! কী লেখা তাতে?'হিরামান্ডি' ব্লকবাস্টার হিট, কিন্তু তারপর আর কাজ পাচ্ছেন না অদিতি, বলছেন, 'অপেক্ষায় আছি'কসবায় ট্যাংরা-কাণ্ডের ছায়া! একই ফ্ল্যাট থেকে উদ্ধার তিনজনের দেহ, রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য১ জুলাইয়ের মধ্যে পে কমিশনের সুপারিশ রিপোর্ট ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ, রাজ্যকে হাইকোর্ট১৮ বছর পর আবার যুদ্ধের আবহে বলিউড, ফটো সেশনে 'বর্ডার ২' ছবির তারকারা, কারা থাকছেন?ডিএ মেটাতে ঋণের পথে নবান্ন?OBC: নিয়োগ প্রক্রিয়া অচল করার চেষ্টা, বিচারপতি মান্থার 'নিরপেক্ষতা' নিয়ে প্রশ্ন তৃণমূলের
SSC - Sabyasachi Dutta

SSC: 'ওরা আমার অনুগামী নয়', বিকাশ ভবনের বাইরে ঠিক কী হয়েছিল, দ‍্য ওয়ালে এক্সক্লুসিভ সব‍্যসাচী দত্ত

বৃহস্পতিবার টানা অবস্থানের পর সাত দফা দাবিতে যখন বিকাশ ভবনের (Bikash Bhavan) সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েছেন চাকরিহারা 'যোগ্য' শিক্ষকরা (SSC Job Deprived Teachers)। 

SSC: 'ওরা আমার অনুগামী নয়', বিকাশ ভবনের বাইরে ঠিক কী হয়েছিল, দ‍্য ওয়ালে এক্সক্লুসিভ সব‍্যসাচী দত্ত

সব্যসাচী দত্ত

শেষ আপডেট: 17 May 2025 15:52

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার টানা অবস্থানের পর সাত দফা দাবিতে যখন বিকাশ ভবনের (Bikash Bhavan) সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েছেন চাকরিহারা 'যোগ্য' শিক্ষকরা (SSC Job Deprived Teachers), সেই উত্তেজক পরিস্থিতিতে শিক্ষা দফতরে 'নিজের কাজ' সারতে চলে যান বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। যার জেরে তুমুল অশান্তি ছড়ায় করুণাময়ী এলাকায়। চাকরিহারাদের কয়েক জন তাঁর দিকে ধেয়ে যান। ধাক্কাও মারা হয় বলে অভিযোগ।

আন্দোলনকারী শিক্ষকদেরও পাল্টা অভিযোগ, জনপ্রতিনিধির লাল চুল, কানে দুল পরা 'অনুগামী'রা শাসানি তো বটেই, হেলমেট দিয়ে মারধর করেন চাকরিহারাদের। সেই সময়ের ভিডিও-ও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় (ভিডিও-র সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল)। এহেন প্রহারের নেপথ্যে যে 'অনুগামী'দের কথা বলা হচ্ছে তাঁরা কেউই তাঁর পরিচিত নন বলে শনিবার দাবি করলেন সব্যসাচী।

বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান এদিন দ্য ওয়ালকে স্পষ্ট করে জানান, অ্যাম্বুল্যান্সে করে কেউ বা কারা তাঁর বাচ্চাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। তাঁদেরই বাইকবাহিনী রাস্তায় আটকে পড়ায় মাথার ঠিক রাখতে না পেরে হেলমেট দিয়ে মেরেছেন। সব্যসাচীর কথায়, যদি কেউ মারের প্রবৃত্তি নিয়েই আসে, তাহলে তারা, লাঠি, ডান্ডা, হকি স্টিক নিয়ে আসত। খামোখা কেন হেলমেট নিয়ে আসতে যাবে? যে বা যারা হেলমেট পরেছিলেন তাঁরাই মেরেছেন।

তিনি আরও বলেন, সাংবাদিকদের সঙ্গে তাঁর ব্যবহার নিয়ে যে অভিযোগ উঠেছে সেটাও একরকমের প্ররোচনা। কারণ ব্যাখ্যা করে সব্যসাচী বলেন, নির্দিষ্ট একটি সংবাদমাধ্যমের প্রতিনিধিই ইচ্ছাকৃত ঝামেলা পাকানোর চেষ্টা করেছেন। এর সঙ্গে অন্য কেউ জড়িত ছিলেন না।

বস্তুত, চাকরি বাতিলের প্রতিবাদে চাকরিহারারা গত মাসের ২১ থেকে ২৪ তারিখ এসএসসি ভবনের সামনে অবস্থানে বসেছিলেন। এর পর চলতি মাসের ৭ তারিখ থেকে বিকাশ ভবনের সামনে অবস্থান শুরু করেন চাকরিহারাদের একাংশ। 

অন্য দিকে, এসএসসি দফতরের সামনেও অবস্থানের কারণে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আচার্য সদনে নিজের অফিসে না গিয়ে বিকাশ ভবনে বসছেন। এর ফলে স্কুল সার্ভিস কমিশনের স্বাভাবিক কাজকর্মেও বাধা সৃষ্টি হচ্ছে বলে দাবি শিক্ষা দফতরের। সেই আবহেই বৃহস্পতিবার বিকাশ ভবন ঘেরাও করেছিলেন চাকরিহারারা। আর সেখানেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। একজন জনপ্রতিনিধির এহেন ব্যবহারের নিন্দা জানিয়ে সব্যসাচী ও তাঁর 'অনুগামী'দের শাস্তি চেয়েছেন তাঁরা।


ভিডিও স্টোরি