ব্রাত্য বসু (ছবি- গুগল)
শেষ আপডেট: 11th March 2025 22:23
দ্য ওয়াল ব্যুরো: ওয়েবকুপার সভা চলাকালীন ১ মার্চ ঝামেলা হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। জখম হন দুই ছাত্র। অভিনব বসু ও ইন্দ্রানুজ রায়। ইন্দ্রানুজের চোখে আঘাত লাগে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির চাকায় তিনি চোট পান বলে অভিযোগ ওঠে। পাল্টা অভিযোগ ও ব্যাখ্যা দেওয়া হয় শাসক দলের তরফে। বর্তমানে ইন্দ্রানুজ স্থিতিশীল। এরই মাঝে এবার শিক্ষামন্ত্রীর বয়ান নিল লালবাজার।
তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য দাবি করেছিলেন, যদি সত্যিই গাড়ির টায়ার কারও চোখের ওপর দিয়ে যায়, তবে নাক, কপাল এবং গালের হাড় ভাঙার কথা। কিন্তু ইন্দ্রানুজের কেবল চোখেই আঘাত লেগেছে, ফলে এই অভিযোগকে তিনি বিরাট প্রশ্নের মুখে ফেলেন।
তবে, জখম ছাত্র ইন্দ্রানুজ রায় জানান, তিনি বারবার গাড়ির গতি কমানোর অনুরোধ করলেও তা শোনা হয়নি। তার পরিবারও তৃণমূলের দাবিকে নস্যাৎ করে বলেছে, এটা কোনও ‘ফাইন কাট’ নয়, বরং ভারী কোনও কিছুর ধাক্কায় চোখের পাশের অংশ থেঁতলে গেছে। চিকিৎসকরাও জানিয়েছেন, এমন ধরনের আঘাত সাধারণত কোনও ভারী বস্তু ধাক্কা মারলেই হয়।
এই ঘটনার পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জখম ছাত্রের পরিবারের সঙ্গে ফোনে কথা বলে দুঃখপ্রকাশ করেন। পাশে থাকার আশ্বাসও দেন। কিন্তু তৃণমূল ছাত্র ও তাঁর পরিবারের দাবি খারিজ করতে নানা যুক্তি দেয়।
কোনটা ঠিক, কোনটা ভুল তা তদন্ত সাপেক্ষ। সেই তদন্ত এগোতেই লালবাজারের তরফে এবার বয়ান রেকর্ড করা হল ব্রাত্য বসুর।