জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠনের সদস্যরা - ফাইল ছবি
শেষ আপডেট: 28th October 2024 11:31
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের প্রতিবাদে 'ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট' যে যে পন্থা নিয়েছে কার্যত সেই একই পন্থা নিতে দেখা যাচ্ছে তাঁদের পাল্টা সংগঠন 'ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন'কে। এবার তাঁদের তরফ থেকেও রাজ্যের মুখ্যসচিবকে ইমেল করা হয়েছে। ৮ দফা দাবি জানিয়ে রবিবার রাতেই এই মেল করেছেন তাঁরা। ঠিক কী কী দাবি রয়েছে জুনিয়র ডাক্তারদের নতুন এই সংগঠনের?
কেন এই সংগঠন তৈরি করা হয়েছে তার উত্তর দিয়ে ইতিমধ্যে বিবৃতি দিয়েছে 'ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন'। তাঁদের মূল দাবি, আরজি কর কাণ্ডের ন্যায় বিচার এবং দোষীর সর্বোচ্চ শাস্তি। কিন্তু এছাড়াও তাঁরা জুনিয়র ডক্টরস ফ্রন্টের একাধিক নেতাদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করেছে। সেই ব্যাপারেও যাতে কড়া ব্যবস্থা নেওয়া হয় সেই দাবি তুলেছে তাঁরা। আর এই প্রেক্ষিতেই মুখ্যসচিব ইমেল করা হয়েছে।
জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফে ইতিমধ্যেই দাবি করা হয়েছে, নির্যাতিতার বিচারের নামে ৪.৭৫ কোটি টাকা তুলেছেন অনিকেত মাহাতো, দেবাশিস হালদার, কিঞ্জল নন্দরা। বিভিন্ন অ্যাকাউন্টে সেই টাকা রয়েছে বলে অভিযোগ তাঁদের। বিচারের নিশ্চয়তার পাশাপাশি এই বিষয়েরও তদন্ত চান নয়া সংগঠনের জুনিয়র ডাক্তাররা। মুখ্যসচিবকে চিঠি দিয়ে তাঁদের দাবি, নিয়মমাফিক অডিট করানো হোক, এই অর্থ কারা দিচ্ছে, কোথা থেকে আসছে তা যাচাই করুক সরকার।
মুখ্যসচিবকে মেল করে তাঁরা এও দাবি করেছেন, থ্রেট কালচারের নামে কোনও জুনিয়র ডাক্তারকে রাজনৈতিক মদতপুষ্ট তদন্ত কমিটির দ্বারা যাতে বহিষ্কার না করা হয়। ভবিষ্যতে যদি এমন ঘটনা ঘটে এবং দেখা যায় নির্দিষ্ট কলেজের অধ্যক্ষ বা এমএসভিপি কেউ এতে জড়িত তাহলে তাঁকে যেন কড়া শাস্তি দেওয়া হয়। এছাড়া রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ থেকে যে সমস্ত অভিযোগ আসছে তাও খতিয়ে দেখার অনুরোধ জানানো হয়েছে।
অনিকেত মাহাতো, দেবাশিস হালদাররা মূলত কলেজে কলেজে থ্রেট কালচার-এর অভিযোগ তুলেছেন। কিন্তু জুনিয়র চিকিৎসকদের নতুন এই সংগঠন তাঁদের বিরুদ্ধেই একই অভিযোগ এনেছে। সেই প্রেক্ষিতেই তাঁরা আসল দোষীদের শাস্তির দাবি জানিয়েছে মুখ্যসচিবের কাছে। সবশেষে নিজেদের সংগঠন রেজিস্টার করানোর জন্য আরজি কর মেডিক্যাল কলেজে ঘরের দাবি করেছে তাঁরা। বক্তব্য, ডক্টরস ফ্রন্ট যেমন এই সুযোগ পেয়েছে, তাদেরও সেই দাবি মানতে হবে।