জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্যরা - ফাইল ছবি
শেষ আপডেট: 9th November 2024 20:11
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের বিচার চেয়ে বিক্ষোভ কর্মসূচি, অনশনের পর গণকনভেনশনের ডাক দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। এই সংগঠনের পাল্টা যে সংগঠন তৈরি হয়েছে সেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনও শনিবার গণকনভেনশন করল। মোট ৬ দফা দাবি তুলে তাঁরা বিজ্ঞপ্তি দিয়ে এও বলেছে, শীঘ্রই সিজিও কমপ্লেক্স যাবে তাঁদের প্রতিনিধি দল।
শনিবারই কলেজ স্কোয়ার থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মিছিল করেছে জুনিয়র ডক্টরস ফ্রন্ট। আর এদিনই গণকনভেনশন করেছে তাঁদের পাল্টা সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন। তাঁদের মূল দাবি, আন্দোলন চললেও কোনও ভাবে রোগী পরিষেবা ব্যাহত করা চলবে না। পাশাপাশি অন্য ডাক্তার সংগঠনের প্রতিনিধিকে রাজ্য বা কলেজ লেভেল কোনও কমিটিতে রাখা হলে, স্বাস্থ্যভবনের কমিটিতে রাখা হলে তাঁদেরও সমসংখ্যক সদস্য সেই কমিটিতে রাখতে হবে।
আন্দোলনের নামে টাকা তোলার অভিযোগ করা হয়েছে অনিকেত, দেবাশিসদের বিরুদ্ধে। সেই ফান্ডের তদন্ত করার দাবিও তুলেছে এই সংগঠন। একই সঙ্গে, যে টাকা তোলা হয়েছে তা নির্যাতিতার বাবা-মার হাতে যাতে দ্রুত তুলে দেওয়া হয় সেই দাবিও করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন। তাঁরা এও চান, আরজি করের চেষ্ট বিভাগের একটি ওয়ার্ডের নামকরণ যাতে নির্যাতিতার উদ্দেশে হয়।
সিজিও কমপ্লেক্সে তাঁদের প্রতিনিধি দল যাবে বলেও জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন। বিজ্ঞপ্তিতেই বলা হয়েছে, দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষের দাবি তুলে আগামী সাত দিনের মধ্যেই তাঁদের ১০ জনের প্রতিনিধি দল সিবিআই দফতরে যাবে ডেপুটেশন জমা দিতে।
গত ৯ আগস্ট আরজি করের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল ডাক্তারি ছাত্রীর ক্ষতবিক্ষত দেহ। ধর্ষণ-খুনের ঘটনার বিচার চেয়ে সেদিন থেকেই আন্দোলনে নেমেছেন জুনিয়র ডক্টরস ফ্রন্ট। অবস্থান-বিক্ষোভ থেকে শুরু করে অনশন সব করেছেন তাঁরা। এখন দফায় দফায় মিছিল করে আন্দোলনের ঝাঁজ আরও বাড়াতে চাইছেন তাঁরা। তবে তাঁদের বিরুদ্ধে বড় অভিযোগ তুলে পাল্টা সংগঠন হয়েছে। তারাই এখন জুনিয়র ডাক্তারদের অন্য অংশের ওপর চাপ সৃষ্টি করছে।