শেষ আপডেট: 5th November 2024 12:31
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের বিচার চেয়ে বিক্ষোভ কর্মসূচি, অনশনের পর গণকনভেনশনের ডাক দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। এই সংগঠনের পাল্টা যে সংগঠন তৈরি হয়েছে সেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনও জানিয়েছিল, তাঁরাও খুব শীঘ্রই গণকনভেনশনের ডাক দেবে। সেই ঘোষণা হয়ে গেল। চলতি সপ্তাহেই এই কর্মসূচি করতে চলেছে তাঁরা।
আগামী ৯ নভেম্বর দুপুর ৩টেয় গণকনভেনশনের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। স্টার থিয়েটারে হতে চলেছে এই কর্মসূচি। বিজ্ঞপ্তি প্রকাশ করে এই সংগঠন জানিয়েছে, মূল বিষয় থেকে নজর সরিয়ে দেওয়া হয়েছে। বিচার চাওয়ার পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থা স্বাভাবিক করার প্রক্রিয়াও শুরু করতে হবে। ডাক্তারের সঙ্গে রোগীদের সুসম্পর্ক আবারও ফিরিয়ে আনতে হবে।
এই গণকনভেনশনের মূল উদ্দেশ্য কী? জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের বক্তব্য, এই কর্মসূচি আদতে একটা সুযোগ স্বাস্থ্য ব্যবস্থা কী করে আরও ভাল করা যায় তার রূপরেখা তৈরি করা। পাশাপাশি এটাও মনে রাখতে হবে রোগী পরিষেবায় যাতে কোনও সময়ে ব্যাঘাত না ঘটে। একই সঙ্গে তাঁরা এও জানিয়েছে, আরজি করে যে নৃশংস ঘটনা ঘটেছে তার প্রতিবাদ ততদিন বজায় থাকবে যতদিন না পর্যন্ত বিচার মিলছে।
জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো, দেবাশিস হালদারের মতো আরজি কর আন্দোলনের অন্যতম মুখদের বিরুদ্ধেই 'থ্রেট কালচার'-এর অভিযোগ তুলেছে তাঁদের পাল্টা সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। একই সঙ্গে তাঁদের এও অভিযোগ, বিচারের নামে টাকা তোলা হচ্ছে। ইতিমধ্যে তাঁদের এইসব অভিযোগ নিয়ে শোরগোল। এই পরিস্থিতিতে তাঁরা গণকনভেনশনের ডাকও দিল।
গত ২৬ অক্টোবর গণকনভেনশন করেছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। কর্মসূচিতে চিকিৎসক ছাড়াও উপস্থিত ছিল নাগরিক সমাজের একটা বড় অংশ। আমজনতা যেমন ছিলেন, তেমনই দেখা যায় বিশিষ্ট ব্যক্তিত্বদের। ছিলেন চৈতি ঘোষাল, দেবলীনাদের মতো অভিনেত্রীরা। কনভেনশনে যোগ দেওয়ার পর তাঁরা মিছিলেও হাঁটেন। সকলে মশাল ও মোমবাতি নিয়ে আরজি কর হাসপাতাল প্রদক্ষিণ করেছিলেন।