শেষ আপডেট: 16th September 2024 00:23
দ্য ওয়াল ব্যুরো: আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের ঘটনার পর পাঁচ দফা দাবি নিয়ে কর্মবিরতিতে রয়েছেন জুনিয়র ডাক্তাররা। গত ছ’দিন ধরে সল্টলেকে স্বাস্থ্যভবনের সামনে ধর্নায় বসে আছেন তাঁরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক বার বার ভেস্তে গিয়েছে। ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টও। কিন্তু এখনও অচলাবস্থা কাটেনি। এই আবহেই এবার রোগী ভর্তির সমস্যা মেটাতে বুথ খুলছে রাজ্য।
'মে আই হেল্প ইউ বুথ' নামে এই বুথের লক্ষ্য ডাক্তারদের কর্মবিরতির কারণে যাতে রোগী পরিষেবায় অসুবিধা না হয়, তা নিশ্চিত করা। কলকাতার সাতটি জায়গায় এই বুথ খোলা হবে। বুথগুলি থেকে অ্যাম্বুল্যান্সের সুবিধাও পাওয়া যাবে।
পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বুথ থাকবে সাঁতরাগাছি বাস স্ট্যান্ডের কাছে কোনা এক্সপ্রেসওয়েতে, নিবেদিতা সেতুর টোল প্লাজার কাছে, কামালগাজি মোড় ট্যাক্সি স্ট্যান্ডের কাছে, তারাতলা মোড়, রাজারহাট মঙ্গলদীপ আন্ডারপাসের কাছে, জোকা ট্রাম ডিপোতে এবং গড়িয়ায়।
প্রসঙ্গত, ডাক্তারদের কর্মবিরতির কারণে বিনা চিকিৎসায় ২৯ জনের মৃত্যু হয়েছে, এমনই দাবি করেছিল রাজ্য। তাঁদের প্রত্যেকের পরিবারকে দু’লক্ষ টাকা করে সাহায্যের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। যদিও চিকিৎসকরা বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ অস্বীকার করেছে।
কোন্নগরের যুবকের মৃত্যু ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন 'যদি প্রতিবাদ চালিয়ে যেতে হয়, তাহলে তা গঠনমূলকভাবে করা উচিত। সহানুভূতি ও মানবতার সঙ্গে করা উচিত। যাতে নিষ্ক্রিয়তা বা অবহেলার মাধ্যমে আর কোনও জীবন ঝুঁকির মধ্যে না পড়ে। জুনিয়র চিকিৎসকদের দাবি ন্যায্য। কিন্তু আন্দোলনের ফলে চিকিৎসার অভাবে মানুষের মৃত্যুও তো অপরাধযোগ্য হত্যাকাণ্ডেরই সমান।'
তাঁর এই বক্তব্যকে মিথ্যে বলে দাবি করে চিঠি দিয়েছিল পশ্চিমবঙ্গ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। অভিষেককে ক্ষমাও চাইতে বলেন তাঁরা।