শেষ আপডেট: 17th January 2024 11:00
দ্য ওয়াল ব্যুরো: শীতের শহরে দুর্যোগের পূর্বাভাস!
বরফ পড়ছে দার্জিলিঙে। তার মধ্যেই শিলাবৃষ্টি হতে পারে আজ। এদিকে কনকনে ঠান্ডায় জবুথবু তিলোত্তমা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গত কয়েকদিন ধরে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। তার মধ্যেই আজ বুধবার থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে। অসময়ের বৃষ্টিতে ধান ও সব্জি চাষে ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আজ বেলার পর থেকে পূবালি হাওয়ার দাপট বাড়বে। উত্তুরে হাড়হিম হাওয়ার দাপট কমবে। বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বেড়ে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বীরভূম মুর্শিদাবাদ সহ সংলগ্ন এলাকায় কুয়াশার দাপট থাকবে আগামী কয়েকদিন। কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে আজ থেকে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে।
কোন কোন জেলায় বৃষ্টি হবে?
★বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়াতে বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।
★বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
★শুক্র এবং শনিবারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে।
হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণ বাংলাদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত হয়েছে একটি ঘূর্ণাবর্ত। বঙ্গোপসাগরের শ্রীলঙ্কার কাছে তৈরি হবে উচ্চচাপ বলয়। প্রচুর জলীয় বাষ্প বঙ্গোপসাগর হয়ে ঢুকবে বাংলায়। কমবে শীত। বাড়বে রাতের তাপমাত্রা। দিনের তাপমাত্রা সেভাবে বাড়বে না।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বৃষ্টির আশঙ্কা দার্জিলিংয়ে। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা আছে। এর প্রভাব পড়বে দার্জিলিঙে। হিমাঙ্কের নীচে নেমে যাবে দার্জিলিঙের তাপমাত্রা। বুধ ও বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।