শেষ আপডেট: 30th November 2024 18:02
দ্য ওয়াল ব্যুরো: শনিবারই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ফেঙ্গল। যার প্রভাব সরাসরি এরাজ্যে পড়বে না বলা হলেও আদতে সকাল থেকেই মুখ ভার আকাশের। কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় শনিবার দেখা মেলেনি সূর্যের। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই আবহাওয়া রবিবারও থাকবে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আগামীকালও হতে পারে বৃষ্টি।
আলিপুর জানিয়েছে, শনিবার রাতে দক্ষিণবঙ্গের দু-তিনটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হতে পারে। উপকূল এলাকায় হালকা ঝোড়ো হাওয়াও বইতে পারে।
শনিবার রাত থেকে রবিবার ভোরে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায়। বাকি জেলাগুলি শুষ্ক থাকবে আপাতত। রবিবার সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূমে।
রবিবার সারাদিন দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনার দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তারপর ২ থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে রাজ্যের সর্বত্র।
বঙ্গে শীতের কাঁটা ফেঙ্গল, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। আকাশ মেঘলা থাকার ফলে শুক্রবার ও শনিবার রাজ্যের সর্বত্র তাপমাত্রা বেড়েছে কিছুটা। ঝোড়ো হাওয়ার ফলে কিছু জেলায় ঠান্ডা লাগলেও তাপমাত্রা কমেনি। দুই বঙ্গেই আগামী পাঁচদিনে তাপমাত্রার খুব বেশি কোনও পরিবর্তন হবে না। অর্থাৎ ২ ডিগ্রি বা তার বেশি তাপমাত্রা কমে যাওয়া, এমনটা হবে না। তবে, ১ ডিগ্রি কমতে পারে বলে জানাল আবহাওয়া দফতর।
শনিবার এক ধাক্কায় তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে কলকাতার। বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রাও। শীতের আমেজও কিছুটা কম বর্তমানে।
এই ক'দিন সকালের দিকে কুয়াশার হালকা চাদরে ঢাকবে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর। উত্তরবঙ্গের বাকি জেলা জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর ও মালদাতেও কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে, ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা সকালের দিকে থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাব রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবারই ল্যান্ডফল হতে চলেছে ফেঙ্গলের। অভিমুখ তামিলনাড়ুর দিকে। সে রাজ্যের মহাবলীপুরমের কাছে আছড়ে পড়ার ইঙ্গিত মিলেছে। গত ৬ ঘণ্টায় ঘূর্ণিঝড়টি ১০ কিমি প্রতি ঘণ্টায় এগিয়েছে উত্তর, উত্তর-পশ্চিমের দিকে। শনিবার সকালে সেটি ছিল ১২.৩ ডিগ্রি উত্তর ও ৮০.৭ ডিগ্রি পূর্বে। উত্তর তামিলনাড়ু ও পুদুচেরীর মাঝখান থেকে ক্রস করবে শনিবার।
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শ্রীলঙ্কা ও অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাডু উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।