শেষ আপডেট: 31st October 2024 11:17
দ্য ওয়াল ব্যুরো: কালীপুজোর দিন বৃষ্টি হবে, এমন পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সকাল থেকে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ পরিষ্কার থাকলেও বৃষ্টি হবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আট জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর। সঙ্গে উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।
উত্তর অসমে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সক্রিয় হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। ওড়িশা ও ছত্তীশগড় সংলগ্ন এলাকায় আপার এয়ার সার্কুলেশন রয়েছে। আরও একটি আপার এয়ার সার্কুলেশন রয়েছে দক্ষিণ-পশ্চিম আরব সাগরে।
আজ অর্থাৎ বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। আগামীকাল, শুক্রবারও কাল হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। এই ক'দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকার আকাশ মেঘলা থাকবে। শনিবার থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হবে।
আলিপুর জানিয়েছে, এই সময় থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে। বাতাসে আর্দ্রতা কমবে ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও কমবে। কমবে বৃষ্টির সম্ভাবনাও।
উত্তরবঙ্গের সব জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ১ নভেম্বর থেকে মালদা, দুই দিনাজপুরে শুষ্ক আবহাওয়া শুরু হবে। নভেম্বরের প্রথম সপ্তাহেও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।
উত্তরের পাঁচ জেলাতে পারদ নেমেছে অনেকটাই। শীতের আমেজ সর্বত্র। ভোরের দিকে শিরশিরে বাতাসও বইছে। ধীরে ধীরে কমছে সন্ধের তাপমাত্রাও।
এদিকে, কালীপুজো অর্থাৎ আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬৩-৯৪ শতাংশ। বৃষ্টি হয়েছে সামান্য, ১.২ মিলিমিটার।