শেষ আপডেট: 28th August 2024 19:23
দ্য ওয়াল ব্যুরো: একবারের জন্যও থামেনি বৃষ্টি। সারারাত ধরে অঝোর ধারায় ভিজেছে গোটা কলকাতা। ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে লাগাতার বৃষ্টির পূর্বাভাস ছিলই দক্ষিণের জেলাগুলিতে। এর সঙ্গে দোসর হয়েছে নিম্নচাপ। আপাতত বৃষ্টি হবে, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।
গত কয়েকদিন ধরেই বৃষ্টি পরিস্থিতি চলছে। তবে সোমবার সারারাত ধরে লাগাতার বৃষ্টিতে দুর্যোগের মুখে শহর। কলকাতার একাধিক রাস্তা জলমগ্ন হয়ে গিয়েছে। হাওয়া অফিস জানিয়ে দিয়েছে, এই পরিবেশ আপাতত বহাল থাকবে। অর্থাৎ, আরও ভাসতে চলেছে তিলোত্তমা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি এখনই থামার কোনও লক্ষণ নেই। বরং ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা।
আজ, মঙ্গলবারও একইরকম আবহাওয়া থাকবে বাংলায়। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের পাশাপাশি মৌসুমি অক্ষরেখার প্রভাবে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। এখনও পর্যন্ত সমুদ্র উত্তাল। সমুদ্রের পরিস্থিতির কথা মাথায় রেখে মৎস্যজীবীদের সাগরে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও বৃষ্টি জারি থাকবে। দুই দিনাজপুর, জলপাইগুড়ির জন্য আলাদা করে সতর্কবার্তা দেওয়া হয়েছে।