শেষ আপডেট: 13th October 2024 18:55
দ্য ওয়াল ব্যুরো: সকালেই আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকা এবং দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির তেমন পূর্বাভাস নেই। কিন্তু বেলা গড়াতেই পাল্টে গেল আকাশের চেহারা। মেঘ জমার ফলে ঝেঁপে বৃষ্টি হল কলকাতার বেশ কিছু এলাকা। তবে, গোটা রাজ্যেই দুর্যোগের তেমন কোনও সম্ভাবনা এই মুহূর্তে নেই বলেই জানিয়ে দিল আবহাওয়া দফতর। রবিবারই বর্ষা বিদায় নিল বাংলা থেকে তাই বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানাচ্ছে আলিপুর।
দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার। তাই আজ ও আগামীকাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃ্ষ্টি না হলেও মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা রয়েছে। নিম্নচাপের পরোক্ষ প্রভাবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে ফলে আকাশ থাকবে মেঘলা।
দুর্গাপুজো কার্নিভালের দিন বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
আজ, রবিবার বর্ষা বিদায় নিল বাংলা থেকে। নিম্নচাপ কেটে গেলে শুষ্ক আবহাওয়া থাকবে। দার্জিলিং, কালিম্পং-সহ পাহাড়ি এলাকাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।