শেষ আপডেট: 23rd October 2024 09:10
দ্য ওয়াল ব্যুরো: আর কিছুক্ষণের মধ্যেই শক্তির বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে 'দানা।' এই মুহূর্তে এটি রয়েছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। পাড়া দ্বীপ থেকে ৬৫০ কিলোমিটার দক্ষিণ পূর্বে ও সাগরদ্বীপ থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে। বাংলাদেশের খেপুপাড়া থেকে ৬৯০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে রয়েছে এটি। এর প্রভাবে সকাল থেকেই কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ অর্থাৎ বুধবার থেকেই উপকূলবর্তী এলাকায় বৃষ্টি শুরু হবে। বৃষ্টির পরিমাণ বেশি থাকবে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায়। রাত থেকে দুর্যোগ বাড়বে। সঙ্গে বাড়বে বৃষ্টির দাপটও। এই সময় ১০০-১১০ কিমি প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে।
শক্তি বাড়িয়ে ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে দানা। বৃহস্পতিবার মধ্য রাত থেকে শুক্রবার সকালের মধ্যে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে পুরী ও সাগর দ্বীপে মাঝে আছড়ে পড়বে। এর প্রভাবে মঙ্গলবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হয়েছে উপকূলের জেলাগুলিতে। এই সময়ে হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের বাকি জেলা ও উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু-এক জায়গায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে।
কলকাতায় এই কয়েকদিন মূলত হালকা-মাঝারি বৃষ্টি হবে। তবে, বৃহস্পতিবার ভোর রাত থেকে দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর। সঙ্গে বিক্ষিপ্তভাবে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে বলেও জানানো হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার সকালের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর। এই সময়ে কলকাতায় ৫০ থেকে ৬০ ও সর্বোচ্চ ৭০ কিমি প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে।
মৎস্যজীবীদের আজ থেকেই সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বৃহস্পতিবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার গতিবেগ প্রতি ঘণ্টায় ১২০ কিলোমিটার ও সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। তাই যারা সমুদ্রে রয়েছে তাদেরও তড়িঘড়ি ফিরে আসতে বলা হয়েছে। দানা মোকাবিলায় সতর্ক রয়েছে রাজ্য সরকার। যাত্রী সুরক্ষায় পদক্ষেপ করেছে রেলও। বাতিল করা হয়েছে একাধিক লোকাল ট্রেন। দুর্যোগের কথা মাথায় রেখে বৃহস্পতিবার রাত থেকেই শিয়ালদহ দক্ষিণ শাখায় বন্ধ ট্রেন চলাচল। বাতিল একাধিক দুরপাল্লার ট্রেন।
পুরীর কাছেই ল্যান্ডফল। তৎপর ওড়িশা প্রশাসনও। ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে উপকূলের এলাকাগুলিতে। পুরী থেকে পর্যটকদের সরানো হয়েছে। সমুদ্র সৈকতেও নজরদারি চলছে।