শেষ আপডেট: 6th November 2024 18:41
দ্য ওয়াল ব্যুরো: শীত এখনই আসছে না বঙ্গে। বুধবার জানিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দফতরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত। তবে, উত্তরবঙ্গের কয়েকটি জেলা ও দক্ষিণের ৩টি জেলা বাদে গোটা রাজ্যের আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানালেন তিনি। উত্তরবঙ্গে এই কদিন হতে পারে বৃষ্টি। জগদ্ধাত্রী পুজোয় বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই হুগলি, নদিয়া-সহ আশপাশের জেলায়। ছটেও আকাশ থাকবে পরিষ্কার।
বঙ্গোপসাগর থেকে ঢুকছে জলীয় বাষ্প ফলে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ৭,৮ ও ৯ তারিখে। তবে কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙেও বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর। বৃষ্টির সম্ভাবনা খুবই কম দক্ষিণের তিন জেলায়।
১০ নভেম্বর থেকে দার্জিলিং, কালিম্পং, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে কোথাও কোথাও একইভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদিও সে সম্ভাবনাও খুব কম। বাকি সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। ১১ ও ১২ তারিখে দার্জিলিং ও কালিম্পয়ে বৃষ্টি হতে পারে হালকা। দক্ষিণবঙ্গে এই সময় বৃষ্টির পূর্বাভাস নেই। অর্থাৎ ১১ তারিখ থেকে উত্তরের দুই জেলা বাদে গোটা বঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে।
উত্তরের তাপমাত্রা কমেছে, বইছে ঠান্ডা হাওয়াও। ফলে অনেকেই মনে করছে শীত প্রায় এসেই গিয়েছে। যদিও প্রাদেশিক অধিকর্তা স্পষ্ট করলেন, শীত আসতে দেরি আছে। কারণ ২৫ নভেম্বর পর্যন্ত রাজ্যের সব জেলায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি থাকবে। তাই এখনই শীত আসছে না। বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে হালকা তাপমাত্রা স্বাভাবিক নিয়মে কমতে পারে তবে, শীত আসছে বলা যাবে না। আর কবে আসতে পারে, সেটাও এই মুহূর্তে বিবেচনা করা সম্ভব না বলেই জানাচ্ছেন তিনি।